শেষ আপডেট: 25th July 2023 11:27
দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে আগামীকাল বুধবারই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে এলাহাবাদ হাই কোর্ট। অর্থাৎ বারাণসীর ওই প্রাচীন মসজিদের জরিপ করার সিদ্ধান্ত বহাল থাকবে কিনা জানাবে উচ্চতর আদালত। জরিপের বিরোধিতা করে মঙ্গলবার এলাহাবাদ হাই কোর্টে মামলা করে মুসলিম পক্ষ তথা মসজিদ কর্তৃপক্ষ। মামলা গ্রহণ করে বুধবারই শুনানির কথা জানিয়েছে আদালত (Allahabad High Court may announce decision on Gnanavapi)।
প্রসঙ্গত, জরিপের নির্দেশ দিয়েছিল বারাণসীর জেলা আদালত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-কে ৪ অগস্ট জেলা আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে জেলা আদালত।
বুধবার এলাহাবাদ হাই কোর্ট মুসলিম পক্ষের দাবি নিয়ে শুনানি করবে। তারা জরিপে আপত্তি তুলেছে। মুসলিম পক্ষের বক্তব্য, সতেরোশো শতাব্দীতে তৈরি ওই মসজিদ নিয়ে এর আগে মামলা হয়নি। নতুন করে বিতর্ক খুঁচিয়ে তোলা হচ্ছে।
প্রসঙ্গত, হিন্দু পক্ষের দাবি, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন। জেলা আদালত তাদের সর্বশেষ নির্দেশে এএসআইকে মসজিদের পিলারের নিচে কোনও স্থাপত্য আছে কিনা তা খতিয়ে দেখতে বলেছে।
প্রসঙ্গত, অযোধ্যায় বাবরি মসজিদের ক্ষেত্রে এই একই নির্দেশ দিয়েছিল আদালত। ফলে বারাণসী আর এক অযোধ্যা হয়ে উঠতে চলেছে কিনা সেই জল্পনাও শুরু হয়েছে।
আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদ অক্ষত রাখতে হবে, খনন করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের