শেষ আপডেট: 30th November 2023 22:18
দ্য ওয়াল ব্যুরো: কখনও আসনের ওপর কুশন নেই, তো কখনও ঝরঝর করে জল পড়ছে ছাদ ফুঁড়ে! এয়ার ইন্ডিয়ার বিমানের এমনই শোচনীয় অবস্থা সামনে এসেছে গত কয়েক দিনে। বৃহস্পতিবার সকাল থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাতে দেখা যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ভেতর ওভারহেড বিন থেকে ঝর ঝর করে জল পড়ছে ভিতরে। সেই ঘটনা নিয়ে বিশাল হইচই হয়। প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেষ বিবৃতি দিয়ে কৈফিয়ত দিল ভারতীয় বিমান সংস্থাটি। এমন অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।
ভাইরাল ভিডিও যে বিমানটি দেখা গিয়েছিল সেটি গত ২৪ নভেম্বর গাতউইক থেকে অমৃতসর যাচ্ছিল বলে জানা গেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, বিমানের ভিতর যাত্রীরা বসে রয়েছেন। প্লেনের বাঁদিকের আসনের মাথার উপরের লাগেজ রাখার জায়গা থেকে ঝর ঝর করে জল পড়ে ভাসিয়ে দিচ্ছে গোটা বিমান। বাধ্য হয়ে বাঁদিকের আসনে বসা সমস্ত যাত্রীকে উঠিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা দেখে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন নেটিজেনরা। এয়ার ইন্ডিয়ার যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। তারপরেই সংস্থার তরফে বিবৃতি দেওয়া হল।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই১৬৯ বিমানে গত ২৪ নভেম্বর এই ঘটনা ঘটেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে কেবিনের ভিতর বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছিল, সেই কারণেই এমন ঘটনা ঘটছিল। আরও জানানো হয়েছে, ওই দিকের আসনে যে সমস্ত যাত্রীরা বসেছিলেন, তাঁদের সঙ্গে সঙ্গেই অন্য ফাঁকা আসনে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।
"অতিথিরা যাতে স্বস্তিতে বসতে পারেন, তার জন্য কেবিন ক্রুরা সমস্ত রকম চেষ্টা করেছেন। যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দের জন্য সমস্ত রকম ব্যবস্থা করতে বদ্ধপরিকর এয়ার ইন্ডিয়া। এই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি," বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও:
Air India ….
— JΛYΣƧΉ (@baldwhiner) November 29, 2023
fly with us – it's not a trip …
it's an immersive experience pic.twitter.com/cEVEoX0mmQ