শেষ আপডেট: 2nd June 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: কয়েকদিন আগেই পুরসভার জল সরবরাহ নিয়ে ধুন্ধুমার বেঁধেছিল। বিক্ষোভের মুখে পড়েছিলেন মেয়র গৌতম দেব। তার পর থেকে কিছুদিন পুরনিগমের পক্ষ থেকে সরবরাহ করা জল পান করতে মানা করা হয়েছিল। অবশেষে জট কাটল। রবিবার থেকে ফের পানীয় জল সরবরাহ করতে শুরু করল শিলিগুড়ি পুরসভা।
তিস্তা নদীর জল পরিস্রুত করেই পানের যোগ্য করে তোলা হচ্ছে। সেই জলই রবিবার বিকেল থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এদিন শিলিগুড়ি পুরসভায় নিজের দফতরের একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। সেখানে তিনি জানিয়েছেন, তিস্তা বাঁধ মেরামতি কাজ শেষ হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর তিস্তা নদী থেকে জল ছেড়েছে। শিলিগুড়িবাসীর পানীয় জলের সঙ্কট মেটাতে এই জল পরিস্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।
গৌতমবাবুর মতে, নদীগুলিতে দূষণ বেড়ে যাওয়ায় জল পরিস্রুত করার প্রক্রিয়া বাধা পাচ্ছে। শিলিগুড়ি শহরকে ঘিরে রাখা নদী মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী, মতো নদীগুলিকে দূষণ মুক্ত করার ব্যবস্থা নেওয়ার দিকে নজর রাখবে পুরসভা।
বৃহস্পতিবার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায় পুরসভার তরফে ৩ হাজার লিটারের একটি পানীয় জলের ট্যাংক পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই জল ঘোলাটে। পানের অযোগ্য। তাই প্রত্যেকেই সেই জল ফেলে দেন। ঘটনায় শোরগোল পড়ে এলাকায়। এদিন পানীয় জলের সমস্যা সামনে রেখে পথে নামে বামেরা। শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।
এই ঘটনার দিন চারেক আগেই মহানন্দার জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেদিন রিপোর্ট হাতে আসার পরেই জানা যায় জলের মান খুবই খারাপ। তারপরেই পুরসভার সরবরাহ করা জল পানতে করতে বারণ করেন মেয়র। যদিও সেই জল দিয়ে গৃহস্থালীর অন্য কাজ করা যাবে বলে জানান তিনি।