শেষ আপডেট: 11th June 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: একদিকে নজিরবিহীন গরম, অন্যদিকে প্রায় নির্জলা শহর, তার উপর বিদ্যুৎহীন রাজধানীর বিস্তীর্ণ অংশ। সব মিলিয়ে দিল্লিবাসীর প্রাণান্তকর দশা হল মঙ্গলবার। উত্তরপ্রদেশের একটি বিদ্যুৎ সাবস্টেশনে আগুন লেগে বিভ্রাট ঘটায় দিল্লির বণ্টন ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। ফলে তীব্র গরমে দফায় দফায় লোডশেডিংয়ের মধ্যে কাটাতে হয় শহরবাসীকে।
দিল্লির আম আদমি পার্টির সরকারের বিদ্যুৎমন্ত্রী আতিশী বলেন, মেরামতের কাজ শুরু হয়েছে। তার ফলে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বণ্টন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কিন্তু, আরও কিছুটা সময় লাগবে। দিল্লিতে এমনিতেই তাপপ্রবাহের ঝোড়ো ব্যাটিং চলছে। তার সঙ্গে চলছে জলকষ্ট। তার উপর এদিন আচমকা বিভ্রাটে দুপুরে যখন বিদ্যুতের চাহিদা সবথেকে বেশি থাকে, তখন দীর্ঘক্ষণ লোডশেডিং হয়।
উত্তরপ্রদেশের মান্ডোলায় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের একাংশে আগুন লেগে যায়। ফলে সরবরাহ বন্ধ থাকে। এখান থেকে দিল্লিতে অনেকটা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর ফলে পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং মধ্য দিল্লিসহ সনিয়া বিহার এবং অন্যান্য জল পরিশোধন প্রকল্পে বিদ্যুৎ ছাঁটাই করতে হয়।
আতিশী এক সাংবাদিক সম্মেলন করে বলেন, আইটিও, লক্ষ্মীনগর, লাজপত নগর, জামিয়া, নারেলা, মডেল টাউন, রোহিনী, গোপালপুর, সবজি মান্ডি, ওয়াজিরপুর এবং কাশ্মীরি গেট এলাকায় লোডশেডিং হয়ে যায়। বিদ্যুৎ আসতে কোথাও দেড়, কোথাও ঘণ্টা দুয়েক সময় লেগে যায়।
উত্তরপ্রদেশের মান্ডোলা সাবস্টেশন থেকে দিল্লিকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে স্বাভাবিকভাবেই ব্যাপক সমস্যায় পড়ে যান দিল্লিবাসী। তিনি আরও জানান, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হলেও আরও একটু সময় লাগতে পারে। তবে শহরের বিদ্যুৎ দফতর জানিয়েছে, সাময়িক সমস্যা হলেও বিকেলের মধ্যে সব জায়গায় কারেন্ট চলে এসেছে।
অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকার আগুন লাগার কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, দুপুরে একটি আইসোলেটরে ফুলকি দেখা দেওয়ায় একটি সমস্যা তৈরি হয়। দুপুর ৩টের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। দিল্লিকে ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে প্রায় সঙ্গে সঙ্গেই।