শেষ আপডেট: 8th June 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরম আর জলের অভাব, দুয়ে মিলে অতিসঙ্কটে পড়েছে দেশের রাজধানী। বিজেপি শাসিত রাজ্যগুলি যাতে দিল্লির জন্য বেশি পরিমাণে জল ছাড়ে সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গেছিল আম আদমি পার্টি। উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশের মতো রাজ্য দিল্লিকে সাহায্য করবে, এমনটাই আশা করেছে আপ। কিন্তু এখন তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও জল ছাড়ছে না হরিয়ানা সরকার! এতে আরও বিশৃঙ্খলা বাড়বে দিল্লিতে, এমন আশঙ্কা করছে আপ সরকার।
দেশের সর্বোচ্চ আদালতে দিল্লির আপ সরকারের আবেদন ছিল, তাপপ্রবাহের পরিস্থিতির জন্য শহরে জলের চাহিদা মারাত্মকভাবে ভাবে বেড়ে গেছে। এই অবস্থায় যদি উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্য আগামী এক মাসের জন্য অতিরিক্ত পরিমাণ জল ছাড়ে, তাহলে সুবিধা হয়। তাঁদের আর্জি মেনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, হিমাচল প্রদেশ ১৩৭ কিউসেক অতিরিক্ত জল ছাড়বে এবং হরিয়ানা সরকার এই জল বয়ে যাওয়া নিয়ে কোনও বাধা সৃষ্টি করতে পারবে না। কিন্তু বর্তমানে আপ সরকারের দাবি, তারা বাধা তৈরি করেছে।
দিল্লির মন্ত্রী আতিশীর অভিযোগ, হিমাচল প্রদেশ দিল্লির জন্য যে জল ছাড়ছে তা আটকে রাখছে হরিয়ানা সরকার। যে জল দিল্লির অধিকার তা থেকে বঞ্চিত করা হচ্ছে। দিল্লির জলসঙ্কট এখনও কাটেনি, তার মধ্যে এইভাবে জল আটকে রাখলে পরিস্থিতি যে আরও বিগড়ে যাবে, তার আশঙ্কা করছেন আতিশী। তাঁর স্পষ্ট কথা, ''একদিকে সুপ্রিম কোর্ট জলের সমস্যা মেটানোর চেষ্টা করছে, হিমাচল প্রদেশও সাহায্য করতে এগিয়ে এসেছে, আর অপরদিকে হরিয়ানা সরকার দিল্লির অধিকারের জল আটকে দিচ্ছে।'' কতটা জল আটকানো হচ্ছে সেই হিসেবও দিয়েছেন আপ নেত্রী।
আতিশী সংবাদমাধ্যমে দাবি করেছেন, দিল্লি এবং হরিয়ানার মধ্যে চুক্তি রয়েছে যে দিল্লি মুনাক খাল মারফৎ প্রতিদিন ১০৫০ কিউসেক জল পাবে। এতদিন ধরে ৯৮০ থেকে ১০০০ কিউসেক জল আসছিল। কিন্তু গত ১ জুন থেকে সেই জলের পরিমাণ কমে গেছে! মন্ত্রীর দাবি, এই মুহূর্তে মাত্র ৮৪০ কিউসেক জল ছাড়া হচ্ছে ওই খাল থেকে।
হরিয়ানা সরকার পাল্টা দাবি করেছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশ তারা অমান্য করছে না। যে পরিমাণ জল ছাড়ার কথা তাই ছাড়া হচ্ছে। যদিও তা মানতে রাজি নয় আম আদমি পার্টি। তাদের বক্তব্য, রোজ রোজ ১৫০ কিউসেক জল গায়েব হয়ে যেতে পারে না! হরিয়ানা সরকার যদি জল ছাড়ে তাহলে তা যাচ্ছে কোথায়, সেই জবাবও তাঁদের দিতে হবে। এমন অবস্থা চলতে থাকলে দিল্লিতে 'জলযুদ্ধ' বেঁধে যাবে।