শেষ আপডেট: 10th June 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রবল জলকষ্টের জন্য হরিয়ানাকে দায়ী করে সোমবার হরিয়ানা ভবনের সামনে বিক্ষোভ দেখাল আম আদমি পার্টি। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও হরিয়ানা সরকার যমুনা নদীর দিল্লির ভাগের জল ছাড়ছে না। যে কারণে দিল্লিবাসীকে চরম জলসঙ্কটে ভুগতে হচ্ছে।
এদিকে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা এদিনই জলমন্ত্রী আতিশীর সঙ্গে সঙ্কট মোকাবিলা নিয়ে বৈঠক করেন। আলোচনার শেষে আতিশী বলেন, সাক্সেনা হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলবেন, তারা যাতে রাজধানীর ভাগের ১০৫০ কিউসেক জল ছেড়ে দেয়।
এদিন আতিশী এবং মন্ত্রী সৌরভ ভরদ্বাজ দেখা করেন সাক্সেনার সঙ্গে। আতিশী বলেন, ওয়াজিরাবাদ বাঁধের জলস্তর একেবারে নেমে গিয়েছে। আমরা লেফটেন্যান্ট গভর্নরকে হরিয়ানার সঙ্গে কথা বলার অনুরোধ করেছি। উনি কথা দিয়েছেন এ ব্যাপারে হরিয়ানা সরকারকে বলবেন।
অন্যদিকে, সোমবারই সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে কড়া ভাষায় সতর্ক করে দেয়। হরিয়ানা ও হিমাচল প্রদেশকে অতিরিক্ত জল ছাড়ার নির্দেশ দেওয়ার আবেদনে ত্রুটি সংশোধন না করার জন্য সমালোচনা করে শীর্ষ আদালত। তারা বলেছে, খবরের কাগজের খবরের উপর নির্ভর করে কোনও রায় দেওয়া যায় না।
হরিয়ানা সরকার যমুনার জল না ছাড়ার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলে এদিন রাজধানীর হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখান বেশ কিছু আপ সমর্থক। তাঁদের অভিযোগ, বিজেপি নোংরা রাজনীতি করছে জল নিয়ে।