শেষ আপডেট: 21st June 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে জায়গা জবর দখলের প্রশ্নে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে একাংশ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "অফিসাররা টাকা খাবেন। আমি বদনাম নেব কেন? কতবার করে জেলা শাসকদের বলেছি, জমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার ডিএম-দের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি। এর দায় কার?"
২৪ ঘণ্টার ব্য়বধানে মুখ্যমন্ত্রীর সুরেই দলের নেতা, কর্মীদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বসুনিয়াকে সংবর্ধনা জানাতে শুক্রবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সেখানেই দলের নেতা, কর্মীদের উদ্দেশে উদয়নের হুঁশিয়ারি, "লোকেদের থেকে টাকা নেবেন , মদ মাংস খাবেন আর ভুক্তভুগী হবে দল? আপনার দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে? এমন করলে তাঁর দল করার দরকার নেই।"
একই সঙ্গে দলের অঞ্চল সভাপতিদের উদ্দেশে উদয়ন বলেন, "ভোট মিটতেই হঠাৎ করে কাউকে বিজেপি বানিয়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে। বলা হচ্ছে, ও বিজেপিকে ভোট দিয়েছে। এগুলো বন্ধ করতে হবে।"
মন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও পরে এবিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রীর ব্যাখ্যা, "বিভিন্ন জায়গায় হচ্ছে এখানেও যাতে না হয়, তার জন্য সতর্কবার্তা। মনে রাখবেন, আমরা মেরে কাউকে হাসপাতালে পাঠাইনি, তবে এখালে এমন পরিস্থিতি কেউ করতে চাইলে তাঁর এমন করব যে তিনি রাজনীতি করার মানুষ পাবেন না।"