শেষ আপডেট: 2nd July 2024 22:42
দ্য ওয়াল ব্যুরো: নবান্নের কড়া বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গণপিটুনির ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল খোদ কলকাতার শিয়ালদহ এলাকায়।
মঙ্গলবার সন্ধেয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ (এনআরএস) এর সামনে পকেটমার সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল একাংশর বিরুদ্ধে। কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মী আক্রান্তকে উদ্ধার করেন।
এনআরএসের সামনে চোর সন্দেহে গণপিটুনি।
প্রসঙ্গত, এদিন বিকেলেই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এব্যাপারে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। তাঁরা আইন হাতে না তুলে নেওয়ার জন্য জনগণকে সতর্ক করার পাশাপাশি কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন।
তার আগেই অবশ্য এদিন কলকাতার আড়িয়াদহ এবং নদিয়ার নবদ্বীপে গণপিটুনির ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে যেন নিয়ম করে গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। গত শুক্রবার বৌবাজারে গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। ঝাড়গ্রামেও গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিন এ ব্যাপারে নবান্নের হুঁশিয়ারির পর পরিস্থিতির বদল হবে বলে মনে করেছিলেন অনেকে। তবে তারপরেও একাংশ যেভাবে হাতে আইন তুলে নিচ্ছেন তাতে উদ্বেগ বাড়ছে সমাজের সবস্তরে।
পুলিশ সূত্রের খবর, ঘটনায় গণপিটুনির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা বলেন, "কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআরএসের সামনে এক যুবকের কলার ধরে মারতে শুরু করে আর এক যুবক। তাঁর চোর, চোর চিৎকার শুনে মুহূর্তে জড়ো হয়ে যান আরও কয়েকজন। এরপরই শুরু হয় গণপিটুনি। প্রসঙ্গত, এদিন নদিয়ার নবদ্বীপে গণপিটুনির হাত থেকে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
রাজ্যজুড়ে বেড়ে চলা গণপিটুনির ঘটনায় এদিনই নবান্নের বৈঠক থেকে পুলিশ প্রশাসনের কর্তাদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। তারপরও একাংশ উন্মত্ত জনতা হাতে আইন তুলে নেওয়ায় বাড়ছে উদ্বেগ।