শেষ আপডেট: 18th June 2024 18:32
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে এবার তড়িঘড়ি ঢুকেছে বর্ষা। কিন্তু দক্ষিণে আসব আসব বলেও এখনও দেখা দেয়নি মৌসুমি বায়ু।। যদিও দু-একদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে বলেই সুখবর দিয়েছে হাওয়া অফিস। কিন্তু গোটা দেশের আবহাওয়া মোটেও আরামদায়ক নয়। উত্তর ভারতে ধরাছোঁয়ার বাইরে বর্ষা। উল্টে চড়চড়িয়ে বাড়ছে পারদ।
দেশের বিভিন্ন রাজ্যে চলছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস অবস্থা দিল্লির। গত কয়েকদিন ধরে রাজধানীর তাপমাত্রা ৪৫-র উপরে রয়েছে। কিন্তু 'ফিলস লাইক' ৫০ ডিগ্রি। আবহবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি। মৌসম ভবন মঙ্গলবার দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে লাল সতর্কতা জারি করেছে। এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলবে।
এরই মাঝে দিল্লিতে চলছে জল সংকট। এতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার। বিদ্যুতের চাহিদাও তুঙ্গে। ফলে লোডশেডিংয়ের সম্ভাবনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দিল্লি থেকে পশ্চিমবঙ্গগামী একটি বিমান ৩ ঘন্টার বেশি সময় দেরিতে ছাড়ে। কারণ হিসাবে জানা যায়, রানওয়ে অত্যাধিক গরম হয়ে যাওয়ায় বিমান ছাড়তে দেরি হয়েছিল।
শুধু দিল্লি নয়, উত্তরাখণ্ড, হিমাচলের শৈলশহরগুলিরও গরম থেকে রেহাই নেই। মুসৌরি, দেরাদুন, নৈনিতালের মতো পার্বত্য এলাকাতেও তাপমাত্রা ৪৩ ডিগ্রি পার করেছে। হিমাচল প্রদেশের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে। একই জায়গায় রয়েছে জম্মুও। সোমবার সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে।
অন্যদিকে, দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। মূলত প্রবল বৃষ্টি হবে কেরলের একাধিক জায়গায়। ইতিমধ্যে এই নিয়ে লাল সতর্কতাও জারি হয়েছে। এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরী, কোদাইকানালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই জায়গাগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।