শেষ আপডেট: 23rd March 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: মস্কোর কনসার্ট হলে স্বয়ংক্রিয় রাইফেল চালিয়ে হত্যাকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৩। জখম হয়েছেন নিদেনপক্ষে ১৪০ জনের বেশি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা। প্রশ্ন হচ্ছে, এভাবে হামলা চালিয়ে কেন ৯৩ জনকে হত্যা করল ইসলামিক স্টেটস খোরাসান জঙ্গি সংগঠন? আইসিসের আফগান শাখার রাশিয়ার বুকে জঙ্গি সন্ত্রাস চালানোর নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য।
ইসলামিক স্টেটস খোরাসান (Islamic State – Khorasan Province বা ISIS–K অথবা IS–KP) হল জঙ্গিদের একটি অঞ্চলভিত্তিক নাম। ইরান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান এর অন্তর্ভুক্ত। ২০১৪ সালের শেষের দিকে পূর্ব আফগানিস্তানে এই সংগঠনের জন্ম। এবং তারপর থেকেই চরম নৃশংসতায় কুখ্যাত হয়ে ওঠে বিশ্বজুড়ে। মসজিদে হামলা, আফগানিস্তানের ভিতরে এবং বাইরেও হামলা চালানোর রেকর্ড রয়েছে তাদের। এ বছরের গোড়ার দিকে সুন্নি প্রভাবিত ইরানে জোড়া হামলায় প্রায় ১০০ মানুষকে হত্যা করে তারা। মার্কিন চর সংস্থা তাদের বার্তা আড়ি পেতে শুনে এ বিষয়ে নিশ্চিত হয়েছিল।
২০২২ সালের সেপ্টেম্বরে কাবুলস্থিত রুশ দূতাবাসে আত্মঘাতী হামলা চালায় এই সংগঠন। পরে নিজেরাই দায় স্বীকার করে। ২০২১ সালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে ১৩ জনের মার্কিন সেনার প্রাণ নেয়। এ মাসের গোড়ার দিকে আমেরিকা জানায়, আগামী ৬ মাসের মধ্যে এই সংগঠন আমেরিকা কিংবা পশ্চিমী কোনও দেশে হামলা চালানোর ছক কষছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অনেকদিন ধরেই খাপ্পা ছিল আইসিস খোরাসান গোষ্ঠী। গত দুবছর ধরে রাশিয়াকে নিশানা করছে তারা। পুতিনের কার্যকলাপের প্রকাশ্যে নিন্দা করে আসছে। তাদের অভিযোগ, মুসলিমদের উপর নিয়ম করে দমনপীড়নমূলক নীতি নিয়ে চলেছেন পুতিন।
হামলার ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি ঘাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতে স্থিত রুশ দূতাবাসে এদিন এই ঘটনায় তাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি শোকবার্তা পাঠিয়েছেন পুতিনকে।