শেষ আপডেট: 8th October 2024 14:03
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের ভোটের ফল প্রবণতা দেখেই ছেলে ওমর আবদুল্লাকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন বাবা তথা এনসি সুপ্রিমো ফারুক আবদুল্লা। উল্লেখ্য, দুজনেই দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। মঙ্গলবার দুপুরে বর্ষীয়ান নেতা ফারুক বলেন, জনতার রায় ওমর আবদুল্লার দিকে। কাশ্মীরের মানুষ বিজেপির নীতিকে প্রত্যাখ্যান করেছে এই ফল তার প্রমাণ।
বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে হরিয়ানায় হ্যাটট্রিকের পথে বিজেপি। অন্যদিকে, জম্মু-কাশ্মীরে জিততে চলেছে আবদুল্লা-গান্ধী পরিবারের এনসি-কংগ্রেস জোট। মঙ্গলবার সকালে বিধানসভা ভোট ফলাফলের প্রবণতায় কংগ্রেস জেতার আশায় বাজা বাজিয়ে উৎসবে নেমে পড়লেও বেলা যত গড়াতে থাকে, ততই ছবিটা বদলাতে শুরু করে। দুপুর ২টোর মধ্যে দেখা যায় ৯০ সদস্য বিশিষ্ট হরিয়ানায় তৃতীয়বারের জন্য কমল ফুটতে চলেছে। যদিও অলিম্পিয়ান মহিলা কুস্তিগির কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট জুলানা কেন্দ্র থেকে জিতে গিয়েছেন। বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে তিনি ৬০১৫ ভোটে হারিয়ে দিয়েছেন।
জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দিলেও বুথ ফেরত সমীক্ষাকে নস্যাৎ করে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এনসি এবং রাহুল গান্ধীর কংগ্রেস জোট বিজেপিকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, হরিয়ানায় বিজেপি ম্যাজিক ফিগার ৪৬-এর কোঠা পেরিয়ে গিয়েছে। তারা ৫০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে ৩৫ আসনে। লোকদল একটিতে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি একটি আসনেও এগিয়ে নেই। নির্দল ৪টিতে এগিয়ে।
জম্মু-কাশ্মীরের ফল প্রবণতা বলছে, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এগিয়ে রয়েছে ৪৩টি আসনে। তাদের শরিক দল কংগ্রেস এগিয়ে ৮টিতে। অর্থাৎ এখানে বিজেপি বিরোধী শরিকরা সরকার গঠনের অবস্থায় পৌঁছে গিয়েছে। সিপিএম জেতার অবস্থায় রয়েছে একটিতে। বিজেপির প্রতি হেলে থাকা মুফতি পরিবারের পিডিপি মাত্র ২টি আসনে এগিয়ে থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-কন্যা ইলতিজা মুফতি পরাজয় স্বীকার করে নিয়েছেন। নির্দল ও অন্যান্যরা এগিয়ে ৯টি কেন্দ্রে।
কুলগাঁও আসনের পঞ্চমবার বিধায়ক হতে চলা এবং সম্ভাব্য মন্ত্রী সিপিএমের মহম্মদ তারিগামি এদিন বলেন, কেন্দ্রীয় সরকার ও তাদের নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। বিজেপি এই দেওয়াল লিখনটা পড়ে নিক। ২০১৮ সাল থেকে এখানে আমলা ও লেফটেন্যান্ট গভর্নরের শাসন চলছে। এই শাসন সমস্যাই বৃদ্ধি করেছে শুধু। নয়া ধর্মনিরপেক্ষ সরকার এসে মানুষে দুঃখ-কষ্ট দূর করবে বলে তাঁর দাবি।
বিভিন্ন দিক থেকে এগিয়ে থাকার খবর আসতেই কাশ্মীরের এনসি এবং কংগ্রেসের কার্যালয়ে উৎসব শুরু হয়ে গিয়েছে। দলের সহ সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বদগাঁও কেন্দ্রে প্রায় ১৬ হাজার ভোটে এগিয়ে গিয়ে জয় সুনিশ্চিত করে ফেলেছেন। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আবদুল্লা গান্ডেরওয়াল কেন্দ্রেও প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।