শেষ আপডেট: 1st August 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো: খুচরো ও পাইকারি বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে ১৬টি আরও অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রীর উপর নজরদারি শুরু করল কেন্দ্রীয় সরকার। আজ, বৃহস্পতিবার, ১ আগস্ট থেকে এই নজরদারি শুরু হল। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি একথা জানিয়েছেন।
এই মন্ত্রক ইতিমধ্যেই ২২টি অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির উপর নজরদারি রাখছে। ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৫০টি কেন্দ্র থেকে এই তদারকির কাজ চালাচ্ছে সরকার। জোশি এদিন বলেন, আমরা এখন আরও ১৬টি খাদ্যপণ্যের উপর নজর রাখছি। এনিয়ে রোজের ভিত্তিতে ৩৮টি পণ্যের উপর নজরদারি রাখছে দিল্লির সরকার।
এদিন যে নতুন খাদ্যপণ্যগুলিকে যুক্ত করা হয়েছে সেগুলি হল- বাজরা, জোয়ার, রাগি, সুজি, ময়দা, বেসন, ঘি, মাখন, বেগুন, ডিম, গোলমরিচ, ধনে-জিরা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো এবং কলা। মন্ত্রকের অধীনস্থ প্রাইস মনিটরিং ডিভিশন পাইকারি ও খুচরো বাজারের উপর নজর রাখবে বলে সূত্রে জানা গিয়েছে।
এ বিষয়ে স্থানীয় কেন্দ্রগুলির এলাকার বাজারদর জানতে একটি অ্যাপ চালু করা হয়েছে। তাতে রোজকার দামদস্তুর কেন্দ্রকে পাঠাতে হবে। যার ভিত্তিতে কোথায় কোন জিনিসের দাম কত তা রোজ জানতে পারবে মন্ত্রক। এর ফলে নীতি রূপায়ণ ও দাম নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে বিশ্বাস মন্ত্রীর।
এর আগে যে খাদ্যপণ্যগুলি কেন্দ্রের নজরে ছিল সেগুলি হল- চাল, গম, আটা, মুগ, মুসুর, অড়হর, ছোলার ডাল, চিনি, গুড়, নারকেল তেল, সরষের তেল, বনস্পতি, সূর্যমুখী তেল, সোয়াবিন তেল, পাম তেল, চা, দুধ, আলু, পেঁয়াজ, টম্যাটো এবং নুন।