শেষ আপডেট: 4th April 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের 'কঠিনতম' ক্যুইজ প্রতিযোগিতায় ঝটপট দাঁত ভাঙা প্রশ্নের জবাব দিয়ে টিমকে গ্র্যান্ড ফাইনালে তুললেন কলকাতার এক স্নাতক ছাত্র। আগামী সোমবার বিবিসি আয়োজিত 'ইউনিভার্সিটি চ্যালেঞ্জ'-এর চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে। ৩১ বছরের সৌরজিৎ দেবনাথ লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ছাত্র। তাঁদের চারজনের টিমের সঙ্গে সেদিন হাড্ডাহাড্ডি লড়াই হবে ইউনিভার্সিটি কলেজ লন্ডন টিমের।
কলকাতার ছেলে সৌরজিৎ লন্ডনে কম্পিউটেশনাল সায়েন্সের স্নাতক। এর আগের পর্যায়গুলিতে তিনি ধারাবাহিকভাবে কঠিন কঠিন প্রশ্নের উত্তর ঝরঝর করে দিয়ে টিমকে ফাইনালে তুলেছেন। টেলিভিশনে এটাই কঠিনতম ক্যুইজ কনটেস্ট বলে খ্যাত। ক্যুইজের আয়োজক বিবিসি। এ সপ্তাহে প্রচারিত একটি ক্লিপিংয়ে দেখা গিয়েছে, বাফটা বিজয়ী ভিডিও গেমস নিয়ে বোনাস প্রশ্ন পর্যায়ে একের পর এক প্রশ্নের জবাব দিয়ে চলেছেন দেবনাথ।
সৌরজিতের কথায়, প্রাচীন এই ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে জড়িত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবছর ইম্পেরিয়ালের টিম অসাধারণ পারফর্ম করেছে। ক্যুইজের বিভিন্ন পর্যায়ের জন্য টিমের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। সকলের তাৎক্ষণিকতা ও মেধা আমাদের এই চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। আমার দায়িত্ব ছিল অঙ্ক, পদার্থবিদ্যা এবং সাধারণ বিজ্ঞান। এছাড়া মানবিক ক্ষেত্রে পপ কালচারের ভূমিকা।
ওই কলেজ থেকে সৌরজিৎ অ্যাপ্লায়েড কম্পিউটেশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করেছেন। ভারতে ইউ আর রাও মহাকাশ গবেষণা কেন্দ্রে মহাকাশ বিজ্ঞানী হিসেবে কাজ করতেন। ইসরো বা ভারতের মহাকাশ গবেষণা সংস্থার অধীনে মহাকাশযান নির্মাণে সহায়ক সংস্থা হিসেবে কাজ করে ইউ আর রাও গবেষণা কেন্দ্র। চন্দ্রযান ২ অভিযানে কাজ করা দলে ছিলেন সৌরজিৎ।
ভারতীয় ছাত্রদের উচ্চশিক্ষার জন্য বিলাত কতটা ভালো, এ বিষয়ে সৌরজিৎ বলেন, ব্রিটেন ছাত্রদের পক্ষে খুবই উপযোগী। খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশ এখানে। তবে বিদেশি হিসেবে এখানে গবেষণার জন্য আসন পাওয়া খুব মুশকিল। বিবিসি এই অনুষ্ঠানকে টিভির কঠিনতম ক্যুইজ টিম টুর্নামেন্ট বলে নামকরণ করে। অনুষ্ঠানটির সঞ্চালক হলে অমোল রাজন।
গত সপ্তাহে অনুষ্ঠিত সেমিফাইনালে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারকে বলে বলে হারিয়ে দেওয়ায় অগ্রণী ভূমিকা ছিল সৌরজিতের। তার মধ্যে বঙ্গতনয়ের কাছে সবথেকে সহজতম যে প্রশ্নটির উত্তর ছিল, তা হল, পাঁচফোড়নে থাকে পার্শলে প্রজাতির গাছের ফলের নাম হিন্দিতে যাকে জিরা বলে তার নাম কী? সৌরজিৎ হেসে জবাব দেন, কামিন। কারণ এই প্রশ্নের উত্তর তাঁর বঙ্গ-ঘরানার হেঁসেলেই মুখ লুকিয়ে ছিল!