শেষ আপডেট: 3rd August 2024 08:32
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হচ্ছেন। দল আগেই তাঁকে ওই পদের জন্য বেছে নিয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য দলীয় প্রতিনিধিদের অনুমোদন প্রয়োজন হয়। সেই নির্বাচন ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে অনলাইনে শুরু হয়। ভোটদান শেষ হওয়ার অনেক আগেই প্রয়োজনীয় সমর্থন পেয়ে যান কমলা।
তিনি বর্তমানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হ্যারিসের লড়াই হবে। দীর্ঘদিন জেদ ধরে থাকার পর দিন দশ আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। স্বাস্থ্যের কারণে সরে দাঁড়ালেও দলও তাঁকে একই পরামর্শ দিয়েছিল।
৫৯ বছর বয়সি কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী মনোনীত হওয়ায় নতুন এক ইতিহাস রচিত হয়েছে। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ও এশিয়ান-আমেরিকান নারী যিনি এই গুরুত্বপূর্ণ পদে লড়াইয়ের জন্য মনোনীত হয়েছেন। আগেই কমলার বর্ণ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে কমলার পুরোদমে ময়দানে নামতে আরও কিছু পর্ব বাকি আছে। দলের নিয়ম অনুযায়ী কমলাকে ব্যক্তিগতভাবে প্রার্থীপদ গ্রহণ করতে হবে। তারপর এ মাসের শেষে শিকাগোয় দলের সভায় প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নিজের পরিকল্পনার কথা পেশ করতে হবে। কমলা প্রার্থী হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবার ভিন্ন মাত্রা পেয়ে গেল সন্দেহ নেই। এখন দেখার, ভারতীয় বংশদ্ভুত এই নারী মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন কি না।