শেষ আপডেট: 2nd February 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো: ফের আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। বৃহস্পতিবার শ্রেয়স রেড্ডি বেনিগার নামে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটিতে ক্ষোভ প্রকাশ করেছে নিউ ইয়র্কের ভারতীয় মিশন।
কীভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার হয় ভারতীয় পড়ুয়া নীল আচার্যের দেহ। তার আগেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে দুই ভারতীয় পড়ুয়ার।
জানা গিয়েছে, ১৯ বছর বয়সী শ্রেয়স ওহিয়োর লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন। পড়ুয়ার বা-বাবা থাকেন হায়দ্রাবাদে। বৃহস্পতিবার শ্রেয়সের দেহ উদ্ধারের পরই তাঁর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। কীভাবে মৃত্যু হল শ্রেয়সের, তা এখনও জানা যায়নি।
নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যুতে সকলে শোকাহত। তাঁর মৃত্যুর তদন্ত চলছে। পড়ুয়ার পরিবারের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে সোমবারই আমেরিকার বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার হয়েছিল এক ভারতীয় পড়ুয়ার দেহ। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন নীল আচার্য নামে ওই পড়ুয়া। কম্পিউটার ও ডেটা সায়েন্স নিয়ে আমেরিকার পারদু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তিনি। ছেলের খোঁজ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নীলের মা। আর সেই পোস্টের পরই বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার হল ছাত্রের দেহ।
তার আগেও আমেরিকার এক ভারতীয় পড়ুয়াকে এক ব্যক্তি মাথায় হাতুড়ির মেরে খুন করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরপর দুই ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর সামনে এসেছে। চলতি বছরে এক মাসে চারজন ভারতীয় পড়ুয়ার মৃত্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও স্থানীয় প্রশাসনের মতে, সকলেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে।