শেষ আপডেট: 16th September 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে ফের নতুন করে সন্ত্রাসবাদকে জিইয়ে তোলার চেষ্টা চলছে। এবার কেন্দ্রশাসিত অঞ্চলে জঙ্গিপনাকে এমনভাবে কবর দেওয়া হবে যে, জীবনে আর কোনওদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। বুধবার, ১৮ অগস্ট, জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোটের প্রচারের শেষদিন, সোমবার কিস্তওয়ারে দাঁড়িয়ে এই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কংগ্রেস ও তার নেতা রাহুল গান্ধীকে তোপ দেগে শাহ বলেন, ওরা চায় জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিরা সক্রিয় হয়ে উঠুক। ওরা জঙ্গিদের নিয়ে নরম মনোভাবাপন্ন। ক্ষমতায় এলে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জেলবন্দি জঙ্গিদের মুক্তি দিয়ে দেবে। কিন্তু, কংগ্রেস-এনসি জোটের এই উদ্দেশ্য সফল হবে না। এই ভোটে কিছুতেই কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট জয়ী হতে পারবে না বলে দাবি অমিতের।
বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুনীল শর্মার প্রচারে এসে অমিত শাহ বলেন, আমরা উপত্যকায় সন্ত্রাসবাদকে এমনভাবে মাটিতে পুঁতে দেব যাতে আর কোনওদিন তা মাথা তুলে দাঁড়ানোর সাহস না দেখায়। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, ওরা ক্ষমতায় এলে বন্দি জঙ্গিদের মুক্তি দেবে। এভাবে রাহুল গান্ধী-ওমর আবদুল্লারা নতুন করে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন। বেড়ে উঠতে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কিন্তু মোদী সরকার জম্মু-কাশ্মীরে আর সন্ত্রাসবাদকে মাথাচাড়া দিতে পারবে না। নির্মূল করে দেওয়া হবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে দুই শক্তির মধ্যে। একদিকে রয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস। অন্যদিকে বিজেপি। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস বলছে, ওরা ক্ষমতায় এলে ৩৭০ ধারা ফিরিয়ে আনবে। কিন্তু, চিন্তার কারণ নেই। না আবদুল্লারা, না রাহুলদের দল, কেউই এখানে সরকার গড়তে পারবে না।
ইতিহাসের পাতা উল্টে অমিত শাহ গান্ধী ও আবদুল্লা পরিবারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার জন্য দায়ী করেন। তিনি বলেন, ১৯৯০ সালে যখন ফারুক আবদুল্লা মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে চুক্তি করেছিলেন। তারপরেই কাশ্মীর উপত্যকা রক্তে ভেসে গিয়েছিল জঙ্গি হামলায়। তখন আপনি কোথায় ছিলেন, আপনি তখন লন্ডনে গ্রীষ্মের ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন।