শেষ আপডেট: 1st September 2024 08:05
দ্য ওয়াল ব্যুরো: জনতার দরবারে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী!
নিজের নির্বাচনী কেন্দ্রে জনসংযোগের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। শনিবার বিহারের বেগুসরাইয়ে ওই অনুষ্ঠানেই গিরিরাজের দিকে তেড়ে যান এক যুবক। তবে মন্ত্রীর কাছে পৌঁছনোর আগেই অভিযুক্তকে পাকড়াও করেন নিরাপত্তারক্ষীরা।
পুলিশ জানিয়েছে, ধৃতর নাম মহম্মদ সোফি। অভিযুক্তকে হেফাজতে নিয়ে হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। বেগুসরাইয়ের পুলিশ সুপার মণীশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অভিযুক্ত কেন এমন কাণ্ড ঘটালেন তা এখনও স্পষ্ট নয়। জেরা চলছে।
ঠিক কী ঘটেছিল এদিন?
জানা যাচ্ছে, ৭১ বছর বয়সি গিরিরাজ এদিন নিজের নির্বাচনী এলাকায় জনতার দরবারের আয়োজন করেছিলেন। সেখানে আচমকাই ভিড় ঠেলে এক যুবক অনুষ্ঠান মঞ্চে উঠে আসেন। মাইকে মন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করে। ঘটনার আকস্মকিতায় হকচকিয়ে যান সকলে। ওই যুবক মন্ত্রীর দিকে হাতের মুষ্টি বাগিয়ে তেড়ে যান।
পরে এ ব্যাপারে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মন্ত্রী বলেন, "ছেলেটি যে ভাবে তেড়ে এসেছিল, হাতে বন্দুক থাকলে তো গুলি চালিয়ে দিত!" একই সঙ্গে গিরিরাজ এও বলেন, "মানুষের হয়ে কাজ করি। আমাকে এতসহজে ভয় পাওয়ানো যাবে না।"