শেষ আপডেট: 17th September 2024 23:02
দ্য ওয়াল ব্যুরো: এতদিন জরুরি প্রয়োজনে ইপিএফও বা কর্মচারী ভবিষ্য নিধি থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারতেন বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মচারীরা। এবার সেই অর্থের পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত করা হল।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, মোদী সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে যেকটি উল্লেখযোগ্য কাজ হয়েছে, তার মধ্যে ইপিএফও থেকে টাকা তোলার পরিমাণ বৃদ্ধির বিষয়টিও উল্লেখযোগ্য। এমনকী চাকরির প্রথম ৬ মাসের মধ্যেও জরুরি দরকারে এই আবেদন করতে পারেন কর্মচারীরা।
মন্ত্রী এও জানান, কর্মচারীদের সুরক্ষিত রাখতে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভস (ইএলআই) স্কিমটিও শীঘ্রই কার্যকর করা হবে। এবিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে বাজেটের আগেই Employees Provident Fund Organization বা ইপিএফও-র সুদের হার বাড়িয়েছিল কেন্দ্র। আগে পিএফ এর সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। এবার তা ০.১০ শতাংশ বেড়ে হয়েছে ৮.২৫ শতাংশ।
এবার টাকা তোলার সর্বোচ্চ পরিমা বৃদ্ধির ফলে উপকৃত হবেন সাড়ে সাত কোটি ইপিএফও সদস্য। শুধু তাই নয়, এখন আর অ্যাকাউন্টের সেটেলমেন্টের ক্ষেত্রে দীর্ঘব সময় অপেক্ষা করতে হয় না। মাত্র তিনদিনের মধ্যে অ্যাকাউন্টের সেটেলমেন্ট হয়ে যায়।
ইপিএফ পরিষেবা কী?
ইপিএফও-র আওতাভুক্ত গ্রাহকরা প্রতি মাসে তাঁদের রোজগারের ১২ শতাংশ অর্থ কন্ট্রিবিউশন হিসেবে জমা দেন ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ড খাতে। ওই গ্রাহকের হয়ে তাঁর নিয়োগকর্তা আরও ১২ শতাংশ অর্থ পিএফ খাতে কন্ট্রিবিউট করেন। এর পরে ওই মোট অর্থের ৮.৩৩ শতাংশ যায় গ্রাহকের এমপ্লয়িজ পেনশন স্কিমে (ইপিএস) এবং বাকি ৩.৬৭ শতাংশ যায় তাঁর ইপিএফ অ্যাকাউন্টে। তথ্য বলছে, এই মুহূর্তে দেশে কর্মী পিএফের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি।