শেষ আপডেট: 31st July 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষানবীশ আইএএস পূজা খেড়করের আমলা হওয়ার স্বপ্ন খতম। বুধবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কর্তৃপক্ষ পূজা খেড়করের প্রার্থীপদ বাতিল করে দিয়েছে। এমনকী ভবিষ্যতেও তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না। ভুয়ো পরিচয়ে একাধিকবার তিনি পরীক্ষা দিয়েছিলেন বলে ইউপিএসসি তাঁকে দোষী সাব্যস্ত করেছে।
ইউপিএসসি এদিন এক বিবৃতিতে বলেছে, খেড়কর সিভিল সার্ভিসেস পরীক্ষার বিধিভঙ্গ করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন। এ বিষয়ে তাঁকে একটি শোকজ নোটিস দেওয়া হয়েছিল। গত ১৮ জুলাই পাঠানো ওই নোটিসে ২৫ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।
শোকজের জবাব দেওয়ার বদলে ৩৪ বছর বয়সি শিক্ষানবীশ আইএএস চাকরিপ্রার্থী ৪ আগস্ট পর্যন্ত সময়বৃদ্ধির আবেদন করেছিলেন। কিন্তু, ইউপিএসসি তাঁকে ৩০ জুলাই পর্যন্ত সময় দেয়। এবং জানিয়ে দেওয়া হয় এটাই চূড়ান্ত সময়সীমা। এরপর কোনওভাবেই সময় বাড়ানো হবে না।
পূজা খেড়করকে এও জানিয়ে দেওয়া হয় যে, এরমধ্যে উত্তর না পেলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বিবৃতিতে তদন্তকারী প্যানেল জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য জানাতে বলা হলেও ওদিক থেকে কোনও জবাব মেলেনি। কর্তৃপক্ষ যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে তাঁকে দোষী সাব্যস্ত করে।
প্রসঙ্গত, পূজা খেড়কর বিতর্কে জড়িয়ে পড়েন গত জুন মাসে। সেই সময় তিনি প্রথম কাজে যোগ দিয়েই নীলবাতি লাগানো ব্যক্তিগত অডি গাড়ি ব্যবহার শুরু করেন। যাতে মহারাষ্ট্র সরকারের নাম খোদাই করা ছিল। এছাড়াও তিনি ওই পদে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়, তা দাবি করেছিলেন। এর জন্য তাঁকে বদলি করে দেওয়া হয়।
তারপর জানা যায়, তিনি পরীক্ষায় বসা ও উত্তীর্ণ হওয়ার জন্য ভুয়ো বিশেষভাবে সক্ষম শংসাপত্র দাখিল করেছেন। এমনকী এ ব্যাপারে বিভাগীয় শারীরিক পরীক্ষাতেও একাধিকবার হাজির হননি। শুধু তাই নয়, তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র দিলেও দেখা যায় তাঁর বাবা প্রাক্তন রাজ্য সরকারি কর্মী দিলীপ খেড়করের ৪০ কোটি টাকার সম্পত্তি আছে। এরপর এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, পূজার মা মনোরমা খেড়কর পিস্তল হাতে এক কৃষককে শাসাচ্ছেন। এভাবেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ে গোটা পরিবার।