শেষ আপডেট: 29th August 2024 11:41
দ্য ওয়াল ব্যুরো: 'বিশেষভাবে সক্ষম' হওয়ার জাল নথি জমা দিয়ে ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য সুবিধা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল পূজা খেদকারের বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই তাঁকে নিষিদ্ধ করেছে ইউপিএসসি। কিন্তু এখন পূজা নিজে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ইউপিএসসি ব্যবস্থা নাকি নিতে পারে না! দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছেন পূজা।
পরীক্ষায় সুবিধা নেওয়ার পাশাপাশি নিজের ঠিকানা, পরিবার সম্পর্কিত তথ্যও ভুল জমা দেওয়ার অভিযোগ রয়েছে পূজা বিরুদ্ধে। শুধু তাই নয়, আইএএস ট্রেনিং চলাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন পূজা এমনও দাবি। তার জন্যই তাঁকে বদলি করা হয়েছিল। শেষমেশ বিতর্ক বাড়তে থাকায় তাঁর ট্রেনিং বন্ধ করে দেওয়া হয়। এরপর খোদ ইউপিএসসি-ই পূজার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাঁকে ডিসকোয়ালিফাই করে। কিন্তু পূজার দাবি, ইউপিএসসি-র এমনটা করার ক্ষমতা নেই।
দিল্লি হাইকোর্টে পূজা খেদকারের যুক্তি, একবার সিলেক্ট হয়ে গিয়ে আইএএস অফিসার হিসেবে ট্রেনিং শুরু করার পর ইউপিএসসি কাউকে বাতিল করতে পারে না। বর্তমানে তাঁর বিরুদ্ধে শুধু কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট ব্যবস্থা নিতে পারে।
ইউপিএসসি-কে নিয়ে কোর্টে পূজার দাবি, ''ওরা আমার পরিচয় বায়োমেট্রিক ডাটা দিয়ে খতিয়ে দেখেছিল। সেখানে কোনও ভুল পায়নি। আমার আধার কার্ডের তথ্য, বাড়ির ঠিকানা সহ যাবতীয় নথি সবই ঠিক ছিল।'' পূজা এও দাবি করেছেন, পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট তাঁর বিশেষভাবে সক্ষম হওয়ার নথিও যাচাই করেছিল।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কর্তৃপক্ষ পূজার প্রার্থীপদ বাতিল করে দিয়ে স্পষ্ট জানিয়েছে ভবিষ্যতেও তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না। ভুয়ো পরিচয়ে একাধিকবার তিনি পরীক্ষা দিয়েছিলেন বলে ইউপিএসসি তাঁকে দোষী সাব্যস্ত করেছে। এ বিষয়ে তাঁকে একটি শোকজ নোটিস দেওয়া হয়েছিল। গত ১৮ জুলাই পাঠানো ওই নোটিসে ২৫ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু পূজা কোনও জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
দিল্লি হাইকোর্টে আগাম জামিনের মামলা করেছিলেন পূজা। তিনি গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা। পূজা আদালতে দাবি করেছিলেন, যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার মাশুল তাঁকে দিতে হচ্ছে। এক অফিসার তাঁকে যৌন হেনস্থা করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ করার জন্যই এখন তাঁকে টার্গেট করা হচ্ছে। যদিও সরকারি আইনজীবী এই বিষয়টিকে গুরুত্ব দেননি।