শেষ আপডেট: 31st July 2024 11:30
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে ইউপিএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের তরফে পূজার বিরুদ্ধে মামলা করা হলেও বিষয়টির এখনও পর্যন্ত কোনও নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতির মধ্যেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোজ সোনি পদত্যাগ করেন। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেলেন প্রীতি সুদান, যিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রীতি সুদান। তাঁকেই এবার গুরুদায়িত্ব দেওয়া হল। সূত্র মারফৎ জানা গেছে, আগামী ১ অগস্ট থেকেই নতুন পদে যোগদান করবেন তিনি। মনোজ সোনির এই পদে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৯ সালে। তবে 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে মেয়াদ শেষের পাঁচ বছর আগেই পদত্যাগ করেন তিনি। অনেকেই মনে করেছেন, ইউপিএসসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি পদ ছেড়েছেন। তবে সোনির ঘনিষ্ঠ মহলের দাবি পূজার ঘটনার সঙ্গে চেয়ারম্যানের পদত্যাগের কোনও সম্পর্ক নেই।
পূজার বিরুদ্ধে মূল অভিযোগ, নথি জাল করে বিশেষভাবে সক্ষম কোটায় চাকরি পেয়েছেন তিনি। মহারাষ্ট্রের বাসিন্দা ওই তরুণী অফিসারের বিরুদ্ধে শুক্রবার এফআইআর করেছে ইউপিএসসি। কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর চিঠি ধরিয়েছে তাঁরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, কী করে ইউপিএসসি-র মতো প্রতিষ্ঠান সব কিছু যাচাই না করে ওই তরুণীকে মনোনীত করেছিল। সর্ষের মধ্যে ভূত থাকার অভিযোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
মনোজ সোনির জায়গায় এই পদে আসা প্রীতি সুদান হলেন, ১৯৮৩ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। ২০২০ সাল পর্যন্ত তিনি কেন্দ্রের স্বাস্থ্য সচিব পদে কাজ করেছেন। কোভিডকালে তাঁর কাজ ভূয়সী প্রশংসা পেয়েছিল। এরও আগে সুদান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কাজ করেছেন। তার মধ্যে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ওয়েমেন-চাইল্ড ডেভেলপমেন্ট, ডিফেন্সের মতো দফতর ছিল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প 'বেটি বাঁচাও, বেটি পড়াও', 'আয়ুষ্মান ভারত'-এর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।