প্রধান বিরোধী দলগুলি এবং বহু বিশিষ্ট ব্যক্তিও এর পিছনে বিজেপি এবং আন্তর্জাতিক চক্রান্তের গন্ধ পেয়েছেন।
শেষ আপডেট: 7th August 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো: বিনেশ ফোগটকে অলিম্পিক্স থেকে অযোগ্য বলে বাতিল করার ঘটনা নিয়ে গোটা দেশের আঙুল এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের দিকে। কুস্তিগিরের পরিবারসহ দেশের প্রধান বিরোধী দলগুলি এবং বহু বিশিষ্ট ব্যক্তিও এর পিছনে বিজেপি এবং আন্তর্জাতিক চক্রান্তের গন্ধ পেয়েছেন। বুধবার এনিয়ে সকালেই উত্তাল হয় সংসদ। তারপরই সরকার ঠিক করে দুপুরে এ বিষয়ে বক্তব্য জানাবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
তিনি জানান, বিশ্ব কুস্তি সংস্থায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। লোকসভায় তিনি বিনেশের ঘটনা ব্যাখ্যা করেন। সঙ্গে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইওএ-কে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী আরও বলেন, বুধবার বিনেশের ওজন মেপে দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম। তাঁর খেলা বাতিল করে দেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। আইওএ-র প্রেসিডেন্ট পিটি উষা প্যারিসে রয়েছেন। ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। বিনেশকে সরকারের তরফ থেকে সবরকম সাহায্য এবং সুযোগসুবিধা দেওয়া হয়েছিল বলেও সংসদে উল্লেখ করেছেন মনসুখ।
বিরোধী ইন্ডিয়া জোটের এমপিরা মন্ত্রীর সুস্পষ্ট ব্যাখ্যা চাইলে তিনি তা না দিতে পারায় তাঁরা ওয়াকআউট করেন। বিরোধীরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি তোলেন। এনিয়ে সরকার ও অলিম্পিক্স টিমের কর্মকর্তাদের কাঠগড়ায় তোলেন কংগ্রেস সাংসদরা।
অন্যদিকে, ফোগটের দেশের বাড়ি হরিয়ানা কাল রাত থেকেই উত্তেজনার আঁচে টগবগ করে ফুটছিল। কিন্তু, তাঁর বাতিল পড়ার খবর সামনে আসতেই সেই উত্তেজনা ক্ষোভের আগুনে পরিণত হয়। চকরি দাদরি জেলার বালালি গ্রামে নেমে আসে শূন্যতা। বিনেশের কাকা মহাবীর ফোগট বলেন, আমি জামাই বজরং পুনিয়ার কাছ থেকে ফোনে খবর পাই। ও বলে, পাপা বিনেশ ডিসকোয়ালিফাই হো গয়ি। আমি তখন কোনও জবাব দিতে পারিনি। কেঁদে ফেলি। শুধু আমি নয়, ও পদক না আনতে পারায় দেশজুড়ে আজ কান্নার শব্দ শোনা যাচ্ছে।
এদিকে, বিনেশের শ্বশুরমশাই রাজপাল রাঠি অভিযোগ তুলেছেন, এর পিছনে চক্রান্ত আছে। বিনেশকে অলিম্পিক্স পদক জয়ের দোরগোড়া থেকে টেনে নামানো হয়েছে। তাঁর অভিযোগ, ১০০ গ্রাম ওজন কমানোর জন্য কেন তাঁকে ১০ মিনিট সময় দেওয়া হল না! আমাদের সন্দেহ এর পিছনে রাজনীতি রয়েছে। ভারত সরকার এবং ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে কথা বলুক, দাবি জানিয়েছেন তিনি।