শেষ আপডেট: 2nd August 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: কোনও ঘরোয়া পার্টি হোক কিংবা ডিসকো, তাঁর গান চলবে না, এটা সম্ভব নয়। তিনি পশ্চিমবঙ্গের সোনার ছেলে অরিজিৎ সিং। তবে তাঁর পরিধি তো আর শুধু বাংলায় আটকে নেই, তিনি দেশের এক নম্বর গায়ক, বিদেশেও তাঁর খ্যাতি এখন প্রবল। কিন্তু আগামী এক মাস আর গান গাইবেন না অরিজিৎ! কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?
গোটা অগস্ট মাসের সব কনসার্ট বাতিল করে দিয়েছেন বাঙালি গায়ক। লাইভ গাওয়া তো দূর, কোনও সোশ্যাল মিডিয়াতেও লাইভে আসবেন না তিনি। এই খবরে তাঁর অগণিত ভক্তদের মন খারাপ। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ তা নিজেই জানিয়েছেন। আসলে বেশ কিছুদিন হল তাঁর শরীর ভাল যাচ্ছে না। সেই জন্য এক মাসের বিশ্রাম চান গায়ক। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথাই জানিয়েছেন অরিজিৎ সিং।
অনুরাগীদের মন খারাপ অবশ্য বেশি দিনের জন্য নয়। অগস্টের শো বাতিল হলেও আগামী সেপ্টেম্বর মাসের সব কনসার্ট যে তিনি করবেন এমনটাও জানিয়েছেন অরিজিৎ। সেই সব কনসার্টের নতুন ডেটও জানিয়ে দিয়েছেন গায়ক। তবে এই এক মাস 'ছুটি' নেওয়ার জন্য সমস্ত অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। অরিজিতের কথায়, ''আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য ভীষণভাবে অপেক্ষা করছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি। আমার শরীরটা ভাল নেই। তবে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরব।''
View this post on Instagram
চলতি মাসে ব্রিটেন ট্যুর করার কথা ছিল তাঁর। সেই ট্যুর তো বাতিল হয়েছেই, এছাড়া আরও একাধিক শো বাতিল করতে হয়েছে তাঁকে। জানা গেছে, চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। যদিও অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে সেটা জানা যায়নি। তিনি নিজেও কোনও পোস্টে কিছু উল্লেখ করেননি। শুধু জানিয়েছেন, তাঁর চিকিৎসা চলছে। এই খবরে আপাতত সকল ভক্তদের মন খারাপ হলেও তাঁর 'কামব্যাক'-এর অপেক্ষায় সবাই। অরিজিৎ নিজেই প্রমিস করেছেন, স্টেজে ফিরে আসাটা আরও ম্যাজিক্যাল হয়ে উঠবে!