তমলুকে কে ফিট? দেখুন ভিডিও । ছবিঃ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, দেবাংশু ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি
শেষ আপডেট: 22nd May 2024 11:03
দ্য ওয়াল ব্যুরো: তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে বিস্তর আলোচনা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দেন রাজনীতিতে। গেরুয়া উত্তরীয় গলায় দিয়ে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীও করে তাঁকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত, তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তমলুকেরই এক বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পূর্বে তৃণমূলের টিকিটে তমলুকের সাংসদও ছিলেন। রাজনৈতিক মহলে কান পাতলে অনেকের মুখেই তমলুককে 'শুভেন্দুর গড়' বলতে শোনা যায়। এখন সেই কেন্দ্রেই দুই তরুণ রাজনীতিক কি চ্যালেঞ্জের মুখে ফেলেছেন এজলাস থেকে সদ্য রাজনীতিতে আসা পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? কী বলছেন তমলুকবাসীরা?