গোল্ডেন বুটের সম্ভাব্য বিজয়ীদের মধ্যে আছেন দানি ওলমো, হ্যারি কেন ও কোডি গ্যাকপো।
শেষ আপডেট: 15th July 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: নিয়ম বদলাতে গিয়ে কি খরচা ছয়গুণ বেড়ে গেল উয়েফার?
বিশ্বকাপ বা ইউরোর মঞ্চে সর্বোচ্চ গোল করার পুরস্কার সোনার বুট। গতকাল ভারতীয় সময় প্রায় রাত তিনটেয় শেষ হয়েছে এবারের ধুন্ধুমার ইউরো। ইংল্যান্ডের হোমকামিং-এর স্বপ্ন চুরমার করে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এবার সোনার বুটের দাবিদারের হিসেব হবে। কিন্তু এতেই গোল বেঁধেছে। দেখা যাচ্ছে, এবারের ইউরোতে সর্বোচ্চ গোলদাতার সংখ্যা ছয় জন!
সাধারণত স্পেন বাদে এবারের ইউরোয় গোলের বন্যা বিশেষ দেখা যায়নি। উলটে সেমসাইডের বন্যা বয়েছে। সর্বোচ্চ গোলের সংখ্যা ৩। এই তালিকায় রয়েছেন স্পেনের দানি ওলমো। তিনটি গোলই করেছেন নকআউট পর্বে। সঙ্গে রয়েছে দু'টি অ্যাসিস্ট। রয়েছেন জর্জিয়ার জর্জেস মিকাউৎজে। তিন গোলই গ্রুপ পর্যায়ে, তিন দলের বিরুদ্ধে। তাঁর অ্যাসিস্ট একটি। নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো আছেন। তিনিও তিন গোল করেছেন গ্রুপ পর্যায়ে, অ্যাসিস্ট একটি। তারপরে আছেন স্লোভাকিয়ার ইভান শ্রানৎজ। রয়েছেন জার্মানির বিস্ময় জামাল মুসিয়ালা। স্কটল্যান্ড ও হাঙ্গেরির বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে গোল করেছেন। শেষ ষোলোয় ডেনমার্কের বিরুদ্ধেও গোল পেয়েছেন। শেষে আছেন ইংরেজ অধিনায়ক হ্যারি কেন। গ্রুপ, শেষ ষোলো, সেমিফাইনাল তিন ম্যাচেই গোল পেয়েছেন হ্যারি। তবে ইভান, মুসিয়ালা ও হ্যারি একটাও অ্যাসিস্ট করেননি।
আগে অবশ্য নিয়ম ছিল, যদি একাধিক ফুটবলার সর্বোচ্চ গোলের দাবিদার হ'ন, তাহলে তাঁদের অ্যাসিস্ট সংখ্যা দিয়ে সেরাকে বেছে নেওয়া হবে। ২০২১-এর ইউরোয় তাই হয়েছিল। সর্বোচ্চ গোলদাতা ছিলেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুজনেই করেছিলেন পাঁচ গোল। শুধুমাত্র অ্যাসিস্টের বিচারে খেতাব নিয়ে যান রোনাল্ডো। সেই দিক থেকে দেখলে এবারের সোনার বুটের দাবিদার ছিলেন ওলমো। কিন্তু উয়েফা জানিয়েছে, এবার আর একই গোলসংখ্যা থাকলে অ্যাসিস্ট দিয়ে বিচার হবে না। সর্বোচ্চ গোলদাতাদের সবাইকেই পুরস্কার দেওয়া হবে।
যার ফলে আপাতত ছয় জন তারকার কাছেই যেতে চলেছে সোনার বুট খেতাব। তবে তার জন্য অবশ্য অতিরিক্ত সোনার বুট বানাতে হবে না। তার বদলে তাঁদের কাছে যাবে আলিপে টপ স্কোরার প্রাইজ।