শেষ আপডেট: 29th August 2024 22:41
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের সমর্থনে মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল। মেঘালয় বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কংগ্রেস থেকে তৃৃণমূলে আসা মুকুল সাংমা। বৃহস্পতিবার রাতে টুইটে তাঁকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়ে টুইটে অভিষেক লিখেছেন, "মুকুলের নেতৃত্বে বিধানসভায় জনগণের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাদের অধিকার প্রবলভাবে রক্ষা করা হবে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহি করতে হবে!"
প্রসঙ্গত, মুকুল অতীতে কংগ্রেসের হয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে তিনি শিবির বদলে তৃণমূলে যোগ দেন। সূত্রের খবর, জোট ধর্ম মেনে একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোকে মেঘালয় বিধানসভায় বিরোধী শিবিরের মুখ্যসচেতক করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
Congratulations to @mukulsangma on being appointed the Leader of the Opposition in the Meghalaya Legislative Assembly. His dedicated efforts to strengthen the state's growth and improve the lives of its people are commendable. With his vast experience and deep understanding of… https://t.co/bSsUdlcXpd
— Abhishek Banerjee (@abhishekaitc) August 29, 2024
টুইটে মুকুলকে অভিনন্দন জানিয়ে অভিষেক আরও লিখেছেন, 'জনগণের জীবনযাত্রার উন্নয়নে তার নিবেদিতপ্রাণ প্রচেষ্টা প্রশংসনীয়। তার বিশাল অভিজ্ঞতা এবং জনজীবনের গভীর উপলব্ধির সাথে, আমি নিশ্চিত যে মেঘালয়ের জনগণ এখন এমন একটি কণ্ঠ পাবে যা তারা বিশ্বাস করতে পারে এবং তার উপর নির্ভর করতে পারে, যা রাজ্যের গৌরব এবং গর্ব পুনরুদ্ধার করতে সহায়তা করবে।'