শেষ আপডেট: 27th July 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও রেললাইন রক্ষণাবেক্ষণ। প্রায় প্রতি সপ্তাহেই হাওড়া-শিয়ালদহে ট্রেন বাতিলের খবর সামনে আসে। চলতি সপ্তাহান্তেও শিয়ালদহ ডিভিশনে ফের একগুচ্ছ ট্রেন বাতিল করা হল। যার জেরে বাড়বে যাত্রীদের ভোগান্তি।
পূর্ব রেল সূত্রের কবর, রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য আজ শনিবার ও রবিবার শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ২৭ জুলাই রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রবিবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। যার জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে, তেমনই কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। শনি-রবিতে মোট ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার আপ–ডাউন মিলিয়ে একজোড়া নৈহাটি–ব্যান্ডেল, শিয়ালদহ–শান্তিপুর, শিয়ালদহ–রানাঘাট, কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।
রবিবার আপ–ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি–ব্যান্ডেল, দু’জোড়া শিয়ালদহ–কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট লোকাল বাতিল থাকবে। একইসঙ্গে বাতিল থাকবে দু’জোড়া শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট–নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকাল।
এছাড়া রবিবার বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী–কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন–শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর–শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে।
অন্যদিকে, চারটি দূরপাল্লার ট্রেন অর্থাৎ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস, শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ও রাধিকাপুর-শিয়ালদা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস শুক্রবার রাত ১২.২০ বদলে শনিবার বিকেল ৫.২০তে নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে।