শেষ আপডেট: 3rd September 2023 09:36
দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিন, নিত্যযাত্রীর সংখ্যা অন্যদিনের তুলনায় কম। কিন্তু যাঁরা বেরিয়েছেন, রবিবার হাওড়া মেন এবং কর্ড লাইনের ট্রেন যাত্রায় ভোগান্তির মুখে পড়লেন তাঁরাও। সূত্রের খবর, সংস্কারের কাজের জন্য হাওড়া মেন এবং কর্ড লাইনের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে (Howarh train cancelled)। এছাড়াও অন্য আরও কয়েকটি ট্রেন দেরিতে চলছে।
দেরিতে চলা ট্রেনের তালিকায় রয়েছে লোকাল এবং দূরপাল্লার ট্রেন, দুইই। জানা গেছে, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটি লাইনের বেশ কয়েকটি ট্রেন দেরিতে রওনা হয়েছে রবিবার। দেরিতে ছেড়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেসও। বাতিল করা হয়েছে হাওড়া তারকেশ্বর লাইনের দুটি আপ এবং দুটি ডাউন ট্রেন। বর্ধমান কর্ড লাইনের (Bardhaman chord line) একটি ট্রেনও বাতিল করা হয়েছে।
জানা গেছে, উত্তরপাড়া স্টেশনে পাওয়ার ব্লকিং চলছে। নন-ইন্টারলকিং সংস্কার কাজের জন্যই এই বিভ্রাট। তার জেরে ডাউন লাইনের একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ছে সকাল থেকেই। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক আছে বলেই জানা গেছে। রবিবার বিকেল ৪টে পর্যন্ত কাজ চলবে, তার জেরে ততক্ষণ ট্রেন অনিয়মিতই থাকবে বলে সূত্রের খবর। তবে তার পর থেকে আস্তে আস্তে স্বাভাবিকভাবে পরিষেবা।
সিটি সেন্টারের চারতলা থেকে পড়ে যুবকের মৃত্যু! ঘটনার কয়েক মিনিট আগেই স্ত্রীকে মেসেজ করেছিলেন