শেষ আপডেট: 25th July 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: হলিউডের সফল থ্রিলারকেও হার মানাবে!
যে বয়সে অনেকেই শারীরিক সক্ষমতা হারিয়ে স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে থাকেন সেই বয়সে পৌঁছে চুটিয়ে একের পর এক ডাকাতি করে চলেছে তিন বৃদ্ধ!
৬৯, ৭০ এবং ৮৮। তিন প্রবীণের মোট বয়স ২২৭! প্রবীণ এই তিন মানুষের বিরুদ্ধেই একের পর এক ডাকাতির অভিযোগ উঠেছে। যা শুনে সাধারণ আমজনতা তো বটেই হতবাক পুলিশের দুদে কর্তারাও। একান্ত আলাপচারিতায় অফিসাররাও বলছেন, সারাজীবন অনেক চোর-ডাকাত ঘাঁটলুম, কিন্তু এমন স্বাস্থ্যবান তরতাজা ডাকাতের কথা আগে কখনও এদেশে শুনিনি!
জানা যাচ্ছে, ডাকাতি করতে গিয়ে নগদ টাকা, সোনা তো বটেই এমনকি হুইস্কির বোতল পেলে তাও সাদরে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে তিন প্রবীণের এই গান্ডাপ্পা গ্য়াং!
ঘটনাটি জাপানের। দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, অভিযুক্তদের নাম হিদেও উমিনো (৮৮), হিদেমি মাতসুদা (৭০) এবং কেনিচি ওয়াতানাবে (৬৯)। পুলিশের দাবি, এই তিনজনই দাগী অপরাধী হিসেবে পরিচিত। অতীতে জেলে একসঙ্গে থাকাকালীন তারা তিনজন মিলে এই গান্ডাপ্পা গ্যাং তৈরি করে। তারপরই জেল মুক্তির পর 'কেরামতি' শুরু তিন 'স্বাস্থ্যবান' ডাকাতের।
জানা যাচ্ছে, সাকুল্যে ২২৭ বছরের এই ত্রয়ী জাপানের রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছে। একের পর এক ডাকাতির ঘটনায় তারা জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
সূত্রের খবর, গত মে মাসে, হোক্কাইডোর রাজধানী সাপোরোতে একটি খালি বাড়িতে ঢুকে রক্ষীকে বেঁধে নগদ টাকার পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার টাকার হুইস্কিও নিয়ে গিয়েছিল তারা। পরের মাসে ওই এলাকারই আরও একটি বাড়ি থেকে নগদ টাকা ও বেশ কিছু সোনার গয়না ডাকাতি করে তারা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।