শেষ আপডেট: 6th May 2023 06:21
দ্য ওয়াল ব্যুরো: দোকানের তালা ভেঙে ডাকাতির ঘটনা দেশে হোক বা বিদেশে বিশেষ নতুন নয়। বাস্তবের পাশাপাশি এক দল ডাকাতের গল্প ছবি বা ওয়েবসিরিজেও যথেষ্ট জনপ্রিয়। তবে, জুতোর দোকানে ডাকাতি করতে ঢুকে এক পায়ের জুতো চুরি (Thieves steal only right foot shoe)! এমন বিচিত্র ডাকাতির ঘটনাই ঘটল মেক্সিকোর একটি শহরে।
সম্প্রতি মেক্সিকোর হুয়ানকায়ো শহরে একটি জুতোর দোকানে তিনজন ডাকাতের একটি দল হামলা চালায়। দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে তারা। প্রায় ১০ লক্ষ টাকার জুতো সেই ডাকাতরা লুঠ করে সেই দোকান থেকে (steal only right foot shoe from store video viral)। তবে অবাক কাণ্ড! তারা যে কটি জুতো চুরি করেছে সবকটিই একপাটি করে। কোনও জুতোই একজোড়া চুরি করেনি ওই ডাকাতরা।
https://twitter.com/DailyLoud/status/1654232498216337410?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1654236998201225216%7Ctwgr%5Eb0491ec18cd06bce5c40843b7e87b2dc741f04b2%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fviral%2Fthieves-pull-off-bizarre-heist-steal-only-right-foot-shoes-worth-rs-10-lakh-7735429.html
জানা গেছে, চুরি যাওয়া জুতোগুলির সবকটিই ডান পায়ের জুতো। প্রতিটি জুতোরই বাম পায়ের পাটি দোকানেই ফেলে গিয়েছে ডাকাতরা। দোকানের মালিক এই ডাকাতির ঘটনা আবিস্কার করার সময় দেখেন ২০০টি স্নিকার জুতো সেই দোকান থেকে লুঠ করলেও সবকটি স্নিকারেরই এক পাটি দোকানেই পড়ে রয়েছে।
এমন বিচিত্র ডাকাতির ঘটনায় অবাক এই দোকানের মালিকপক্ষ। পুলিশে অভিযোগ জানানও হয়েছে এই দোকানদারের বিষয়ে। প্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করেছে পুলিশ। হাতের ছাপ, সিসিটিভি ফুটেজ থেকে খুঁজে বের করার চেষ্টা চলছে এই এক পায়ের জুতো লুঠ করা ডাকাতদের।
এমন বিচিত্র ডাকাতির ঘটনা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমেও। নেটিজেনরাও হতবাক এমন বিচিত্র ডাকাতির ঘটনায়। অনেকেই মস্করার সুরে বলছেন যে ওই ডাকাতদের সম্ভবত দুটিই ডান পা ছিল।
ভরদুপুরে গড়ফায় ফ্ল্যাটে ঢুকে বধূর হাত-মুখ বেঁধে দুঃসাহসিক ডাকাতি! তদন্তে পুলিশ