শেষ আপডেট: 23rd July 2023 15:59
দ্য ওয়াল ব্যুরো: কী ভেবে এসেছিল, আর কী হল! অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের বাড়িতে ডাকাতি করতে এসেছিলে একদল দুষ্কৃতী। ভেবেছিল, কপাল খুলে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল, কোথায় কী! চুরি করার মতো কানাকড়িও নেই তাঁর বাড়িতে। এরপরেই রাগে দুঃখে ওই ইঞ্জিনিয়ারের উদ্দেশেই ৫০০ টাকার নোট দরজার সামনে রেখে দিয়ে গেল ডাকাতের দল (thieves leave 500 note)।
দিল্লির রোহিনী (Delhi) এলাকার ওই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের বয়স ৮০ বছর। তাঁর নাম আর কে শর্মা। তিনি পুলিশকে জানিয়েছেন, গত ১৯ জুলাই গুরগাঁওতে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী। সন্ধ্যাবেলায় ফিরে এসে দেখেন, মেন গেটের তালাটি ভাঙা।
'আলমারিগুলো সব অক্ষতই ছিল। কেউ জোর করে ঘরে ঢুকেছে এরকম কোনও চিহ্নও ছিল না। মনে হচ্ছে, ওরা তালা ভেঙে ভিতরে ঢোকার পর যখন দেখতে পায় চুরি করার মতো কিছু নেই, তখন চলে যায়,' জানিয়েছেন বৃদ্ধ।
বিষয়টিতে ইতিমধ্যে একটি মামলা রুজু করে তদন্ত করতে শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এই প্রথমবার নয়। চুরি করতে এসে কোনও জিনিস খুঁজে না পেয়ে টাকা রেখে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে, তাও আবার দিল্লিতেই। ২০২২ সালের জুন মাসে শাহদরা এলাকায় একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল ২ যুবক। সেই ঘটনাতেও বাড়িতে মাত্র কুড়ি টাকা খুঁজে পেয়ে হতাশায় উল্টে ১০০ টাকা রেখে গিয়েছিল দুই চোর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল সেই দৃশ্য যা পরে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
জলে থইথই আমদাবাদ বিমানবন্দর, ভিডিও ভাইরাল! ‘মডেল রাজ্য’কে কটাক্ষ কংগ্রেসের