শেষ আপডেট: 19th July 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গুচ্ছ গুচ্ছ ফাইল যা ছিল,সবই আছে। ল্যাপটপ-নগদ টাকা যেমন ছিল তেমনই রয়েছে। নৈটি গ্রাম পঞ্চায়েত অফিসের ১১টা আলমারি, লকার, ড্রয়ার- সব ভাঙল চোর। কিন্তু নিল না কিছুই। চোরের কাণ্ডে হইচই পড়ল চণ্ডীতলায়।
শুক্রবার সকালে পঞ্চায়েতের এক কর্মী এসে দেখতে পান গেটের তালা ভাঙা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে চলে আসেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। দেখা যায় অফিসের ১১ টি আলমারি ভাঙা, ভেঙে পড়ে রয়েছে লকার ও টেবিলের ড্রয়ারও। ছড়িয়ে রয়েছে জিনিসপত্র।
চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মান্না জানান, পঞ্চায়েতের এক মহিলা কর্মী এদিন সকালে কাজে এসে দেখেন আলমারির তালা ভাঙা। হইচই পড়ে যায়। কিন্তু পরে দেখা যায় কিছুই খোয়া যায়নি। পঞ্চায়েত অফিসে কিছু টাকা ছিল। ছিল ল্যাপটপ ও ফাইলপত্র। সব যেমন ছিল, তেমনই আছে। তিনি বলেন, "এর থেকেই আমাদের সন্দেহ কোনও বিশেষ উদ্দেশে হানা দিয়েছিল। কিন্তু কারণটা বোঝা যাচ্ছে না। পঞ্চায়েতের সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে আছে গত কয়েকদিন ধরে। যার ফলে বোঝার উপায় নেই চোর এক না একাধিক ছিল।"
পুলিশসূত্রে জানা গেছে, জনাইয়ের আরও দুটি স্কুলে তালা ভেঙে ঢুকে আলমারি ভাঙে দুষ্কৃতীরা। জনাই ভগবান দেবী গোয়েঙ্কা গার্লস হাইস্কুলে তালা ভেঙে ঢুকে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোর। বাঁকা গাছা প্রাথমিক স্কুলেও হানা দিয়েছিল তস্করের দল। ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ।