শেষ আপডেট: 10th July 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রোগা পাতলা চেহারা হওয়ায় জানালার শিক বেঁকিয়ে সহজেই গৃহস্থের ঘর সাফাই করত তারা। অবশেষে পুলিশের জালে উত্তরপাড়ার দুই সিঁধেল চোর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার গয়না ও নগদ টাকা।
মাস দুয়েক ধরে উত্তরপাড়া থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। মূলত জানালার শিক ফাঁক করে বা গ্রিল কেটে গৃহস্থের আলমারি সাফ করত চোরের দল। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের পাকড়াও করল চন্দননগর পুলিশ। অভিযুক্ত দুই দুষ্কৃতীর নাম বিট্টু ঠাকুর ওরফে বাচ্চু ও বিশ্বজিৎ দাস ওরফে আকাশ। দুজনেরই বাড়ি শেওড়াফুলিতে।
ধৃতদের কাছ থেকে পাঁচ লাখ টাকার সোনা ও রুপোর গয়না ও নগদ এগারো হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতিও উদ্ধার হয়। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, পরের পর চুরির ঘটনা ঘটছিল। সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তদন্ত শুরু হয়। সিসিটিভিতে ছবি দেখেই দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়। তারপর দেখা যায় এদের পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। এদের মধ্যে একজন বিট্টু ঠাকুরকে ইকোপার্ক থেকে গ্রেফতার করা হয়। অন্যজন বিশ্বজিৎ চুরির পর তারাপীঠে পালিয়েছিল। তাকে তারাপীঠ থেকেই ধরে পুলিশ। দুই দুষ্কৃতীর বাড়ি শেওড়াফুলি এলাকায়।
তিনি বলেন, "রোগা শীর্ণ চেহারার সুবিধা নিয়ে লোহার গ্রিল অল্প ফাঁক করে, সেখান দিয়ে বাড়ির ভেতরে ঢুকত দুজন। এরপর ঘরের আলমারি ভেঙে লুঠপাট চালাচ্ছিল তারা। এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"