শেষ আপডেট: 12th December 2023 08:46
দ্য ওয়াল ব্যুরো: আপনার মোবাইলটা একটু দেবেন দাদা, বাড়িতে একটা ফোন করব। স্বভাবতই প্রশ্ন এল, কিছু সমস্যা হয়েছে? উত্তরে জানা গেল, ‘‘আমার মোবাইলটা পকেট থেকে তুলে নিয়েছে। কী করব বুঝতে পারছি না”, এমনই আকুতি একটি বেসরকারি সংস্থায় চাকুরিরত যুবকের। এমন অভিজ্ঞতা একা ওই যুবকের নয়। ট্রেনের ভিড়ের মধ্যে যাতায়াত করতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অসংখ্য মানুষকে। কখনও পকেট সাফ করে নিয়ে যাচ্ছে মোবাইল, কখনও সামান্য অসতর্কতায় ল্যাপটপ-সহ ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে ছিনতাইবাজ। ট্রেনের কামরায় চুরি-ছিনতাই প্রায় নিত্য দিনের ঘটনা। কিন্তু নৈহাটি থেকে বিধাননগর লাইনে অতি সক্রিয় হয়ে উঠেছে ছিনতাই চক্র, যার জেরে নাকানিচোবানি খেতে হচ্ছে নিত্যযাত্রীদের।
শিয়ালদহ মেইন শাখায় সম্প্রতি মোবাইল হাতিয়ে নেওয়ার একটি চক্র রীতিমতো সক্রিয় বলে অভিযোগ। মোবাইলের পাশাপাশি তারা সুযোগ পেলে ল্যাপটপ ও অন্যান্য দামি জিনিসও হাতিয়ে নিচ্ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, মূলত নৈহাটি থেকে বিধাননগর স্টেশনের মধ্যে এই চক্র দাপিয়ে বেড়াচ্ছে। যাত্রীরা জানাচ্ছে, জিআরপিতে জানানোর পরে হয়ত মোবাইল উদ্ধার হয়েছে কারও, চোরও ধরা পড়েছে। কিন্তু কিছুদিন বাদেই আবার একই অবস্থা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, রেল পুলিশের নজরদারি না থাকায় দিনের পর দিন দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। চোখের নিমেষে ছিনিয়ে নেওয়া হচ্ছে মহিলাদের গলার হার, কানের দুল-সহ নানা অলঙ্কার। মোবাইল ফোন, টাকা, ঘড়ি, ব্যাগ—কোনও কিছুই বাদ যাচ্ছে না। ট্রেনে যাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই।
মধ্যমগ্রাম, টিটাগড়, জগদ্দলে এই চক্র খুব সক্রিয় বলে খবর। যাত্রীদের বক্তব্য, ট্রেনে উঠে কারা চুরি, ছিনতাই করে, তা পুলিশ জানে, কিন্তু তাদের গ্রেফতার করা হয় না। চক্রের দু’একজনকে মাঝেমধ্যে ধরলেও মাথাদের ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে ফের নতুন করে চুরি-ছিনতাইয়ের ছক কষছে তারা।
পুলিশের অবশ্য দাবি, ট্রেনের কামরাগুলিতে নিয়মিত নজরদারি চলে। অনেকেরই চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে। তেমন কোনও চক্র সক্রিয় হলে সে বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে। অভিযান চালাবে পুলিশ।