শেষ আপডেট: 15th April 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো: দোকানের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন তরুণী। গলায় সোনার হার। হঠাৎ করেই বাইক নিয়ে তাঁর পাশে এসে দাঁড়াল দু'জন। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার গলা থেকে ছিনিয়ে নিল সোনার হার। তারপর দিব্যি পালিয়ে গেল বাইকে চেপে।
রাজধানী দিল্লির (Delhi) বুকে গত শনিবার ভরসন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে। তার সিসিটিভি (CCTV) ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে (Thieves Snatch Delhi Woman's Chain)। সেই দুঃসাহসিক ছিনতাই দেখে তাজ্জব নেটিজেনরা।
জানা গেছে, ঘটনাটি দিল্লির রোহিনী এলাকার। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সন্ধ্যেবেলা রাস্তার ধারে একটি দোকানের সামনেই দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। সেই সময় বাইক নিয়ে সেখানে আসে দুই যুবক। তাদের মধ্যে একজন বন্দুক বার করে সেটি তাক করে দাঁড়িয়ে থাকা তরুণীর দিকে। ভয় চিৎকার করে দোকানের ভিতর পড়ে যান তরুণী। সাহায্যের জন্য চেঁচাতে শুরু করেন তিনি।
কিন্তু সেসবে কান না দিয়ে বন্দুক ধরে রেখেই তাঁর গলা থেকে সোনার হারটি ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ভিডিওতে দেখা যায়, তরুণীকে সাহায্য করার জন্য দোকানের ভিতর থেকেই এক ব্যক্তি এগিয়ে আসছেন। কিন্তু বন্দুক দেখতে পেয়েই তিনিও পালিয়ে যান।
https://twitter.com/ANI/status/1647119141575495683?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1647119141575495683%7Ctwgr%5E8e8857327e0109f428c1f8cc746dbc5aab73cefa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Findia%2Fnews%2Fdelhi-two-bike-borne-men-snatch-womans-chain-at-gunpoint-in-rohini-shocking-cctv-video-surfaces-5060131.html
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েকমাসে দিল্লিজুড়েই দিনদুপুরে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে। তারপর ফের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা সামনে এল।
ব্রিজের রেলিং ভেঙে নীচে পড়ল ট্রাক্টর! দুর্ঘটনায় মৃত অন্তত ৬, আশঙ্কাজনক অনেকে