শেষ আপডেট: 4th February 2024 14:01
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বাড়ির লোকজন গিয়েছিলেন বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে ছিল চোর। দামী জিনিস নিয়ে লুঠ করার সঙ্গে রান্নাঘর থেকে তেলের প্যাকট, মশলা নিয়ে গেল। একই সঙ্গে খেয়ে গেল ফ্রিজে রাখা চকলেট ও মিষ্টিও!
এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের তোলপাড়া এলাকায় । চোরের এমন কীর্তি সামনে আসতেই হতভম্ব এলাকার মানুষ। মেদিনীপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলকমলও প্রণতি অট্ট শনিবার রাতে বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায়, তাঁরা তালাবন্ধ করে গিয়েছিলেন।
রবিবার সকালে তাঁরা বাড়ি ফেরার পর দেখেন, জানলার গ্রিল ভাঙা। গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আলমারি ভাঙা সোনাদানা-টাকা পয়সা লুঠ করা হয়েছে। রান্নাঘরের ভাঁড়ারের তেলের প্যাকেট, পোস্তো, মশলাও উধাও। ফ্রিজে ভিতরে রাখা মিষ্টি চকলেটও নেই।
পুলিশ সকালে খবর পেয়ে, ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে থানায় জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।