শেষ আপডেট: 6th February 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে-বাসে যাতায়াতের সময়ে ফোন চুরির ঘটনা নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রে চুরি যাওয়া ফোন ফিরে পাওয়ার আশা প্রায় থাকে না বললেই চলে। আর সেই ফোন উদ্ধারের কাজই করে দেখাল গুগল ম্যাপ। তামিলনাড়ুর এক যুবকের কীর্তি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে।
ট্রেনে চেপে তামিলনাড়ুর নাগেরকোল থেকে ত্রিচিতে যাচ্ছিলেন এক প্রৌঢ়। ভিড়ের মধ্যে তাঁর হাত থেকে তাঁর জিনিসপত্র এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে স্টেশনে নেমে যায় এক চোর। কিন্তু চুরি করেও শেষ রক্ষা হল না চোরের!
ব্যাগ খুইয়ে দিশাহারা হয়ে পড়েন প্রৌঢ়। পাশের এক সঙ্গীর ফোন থেকে ছেলে রাজ ভগতকে গোটা বিষয়টি জানান। আর তারপরই বাবার ফোনের চোর ধরতে নেমে পড়েন রাজ। গুগল ম্যাপের সাহায্য নিয়ে ঠিক সেই চোরকে খুঁজে বের করেন। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে।
চোর ধরার শেষটা যেন ঠিক হলিউডি সিনেমার মতো। গুগল ম্যাপের ভরসায় স্টেশনের কাছে এসে হঠাৎ রাজ খেয়াল করেন, চোরের ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন তিনি। এদিকে চোর ঘুণাক্ষরে আঁচ করতে পারেনি যে ফোনের লোকেশন ট্র্যাকার চালু আছে। শেষে পুলিশের সাহায্যে হাতেনাতে চোর বাবাজিকে ধরে ফেলেন রাজ। ধৃতের কাছ থেকে ব্যাগ আর মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নিজের এক্স হ্যান্ডলে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রাজ ভগত। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। চুরি যাওয়া জিনিস যে এভাবে কখনও উদ্ধার করা যাবে তা ভেবেই বিস্মিত হয়ে গিয়েছেন নেটিজেনদের একাংশ।