শেষ আপডেট: 18th July 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: ডোডায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে গুলিতে জখম হয়েছেন আরও দুই জওয়ান। সেনাবাহিনী লাগাতার তল্লাশি চালালেও তিনদিনে পাক মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদের ছায়া সংগঠন কাশ্মীর টাইগার্সের কোনও জঙ্গিকে ধরতে পারেনি। বরং, গুলি বিনিময়ে বৃহস্পতিবার ভোররাতে আরও দুই জওয়ানকে ঘায়েল করে জঙ্গিরা।
বৃহস্পতিবার রাত ২টো থেকে সাড়ে ৩টে নাগাদ কাস্তিগড় এলাকার জঙ্গলে ঢুকতে গেলে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সেনা-প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা। তাতেই ২ জওয়ানের গায়ে গুলি লাগে। একটি সরকারি স্কুলে সেনাবাহিনী অস্থায়ী ছাউনি গড়েছিল। সেখানে এলোপাথাড়ি গুলি ছোড়ে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে বাহিনী জবাব দিলে প্রায় ঘণ্টাখানেক ধরে দুপক্ষের লড়াই চলে।
সেনা সূত্রে জানা গিয়েছে, ঘাতক-জঙ্গিদের খোঁজে টানা অভিযান জারি রয়েছে। জম্মুর ডেসা এলাকার জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে রয়েছে সন্দেহ। উল্লেখ্য, এখানেই জঙ্গিদের গুলিতে বাংলার এক ক্যাপ্টেন ব্রিজেশ থাপা সহ চারজন নিহত হন সোম ও মঙ্গলবারের মধ্যবর্তী রাতে।
পুলিশ ও বাহিনী সূত্রে জানা গিয়েছে, যারা গুলি চালিয়েছে তারা আগেরদিনের ঘটনার সঙ্গে জড়িত। ওই জঙ্গিদের খাবার ও আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ শওকত আলি নামে একজনকে গ্রেফতার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার বলেন, আলি ৩ জনকে তাঁর বাড়িতে থাকতে দিয়েছিলেন। তারাই ডেসা জঙ্গলে হামলার ঘটনায় জড়িত কিনা তা এখনও নিশ্চিত হয়নি। অন্য কোনও দলেরও কাজ হতে পারে।
পুলিশের ওই সূত্র আরও জানিয়েছে, আলি জঙ্গিদের হামলার আগে তিনদিন ধরে তাদের থাকার জায়গা ও খাবার দিয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তানি মাথাদের সঙ্গে কথা বলার জন্য ঘরের ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিয়েছিল।