শেষ আপডেট: 20th July 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: জম্মুতে জঙ্গি উপদ্রব বন্ধ করতে যুদ্ধকালীন তৎপরতা ভারতীয় সেনাবাহিনীর। ব্রিগেডস্তরের বাহিনী মোতায়েন করা হলেও পাঁচদিন কেটে গিয়েছে, এখনও দার্জিলিংয়ের ক্যাপ্টেন ব্রিজেশ থাপাসহ চার সেনা-ঘাতক জঙ্গিদের ধরতে বা কাবু করতে পারেনি। এক সপ্তাহের মধ্যে জম্মুতে একটি ব্রিগেড সদর কার্যালয় স্থাপন করা হয়েছে। তার সঙ্গে রয়েছে ৩ হাজার জওয়ানের একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড (যারা সম্মুখযুদ্ধে প্রশিক্ষিত) এবং স্পেশাল ফোর্সের প্রায় শপাঁচেক জওয়ান।
প্রতিরক্ষা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো নামানো হয়েছে। ৫০-৫৫ জন পাকিস্তানি জঙ্গি জম্মুতে ঘাঁটি গেড়েছে বলে সন্দেহ। ভারতে ফের অশান্তি ছড়ানোই তাদের লক্ষ্য। গোয়েন্দা বাহিনী ইতিমধ্যেই জঙ্গিদের ভারতীয় মদতদাতা অর্থাৎ খাদ্য ও আশ্রয় দেওয়া লোকজনের খোঁজ চালাচ্ছে।
সূত্রে আরও জানা গিয়েছে, জম্মুতে যে পাক জঙ্গিরা ঢুকেছে তারা আইএসআই এবং পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা প্রশিক্ষিত। শুধু তাই নয়, তাদের হাতে রয়েছে প্রচুর অত্যাধুনিক মার্কিন ও চিনা অস্ত্র। আজ, শনিবার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মু যাচ্ছেন। তিনি সেখানকার সেনাকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন।
অতিরিক্ত হিসেবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর প্রচুর জওয়ান জম্মু এলাকায় পাঠানো হয়েছে। তার সংখ্যা অগণিত। সম্প্রতি যে জঙ্গি হামলাগুলি হয়েছে, সেগুলি নতুন অনুপ্রবেশকারী পাকিস্তানিদের কাজ বলে মনে করা হচ্ছে। ৬ মাস আগে তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকেছে। তাদের মধ্যে পাক পাঞ্জাবের এবং খাইবার পাখতুনখোয়ার যোদ্ধা জঙ্গি আছে।
আরও জানা গিয়েছে, আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ভায়া পাকিস্তান জম্মু-কাশ্মীরের জঙ্গিদের হাতে আসছে। এমনই উদ্বেগজনক রিপোর্ট এসেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাছে। ২০২১ সালে তালিবানের হাতে দায়িত্ব তুলে দিয়ে সেনা প্রত্যাহার করে আমেরিকা। কিন্তু, তখন বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র আর দেশে ফিরিয়ে নিয়ে যায়নি তারা। আর সেটাই জম্মু-কাশ্মীরে ঢুকছে বলে রিপোর্ট। একাজে সহায়তা করছে পাক চর সংস্থা আইএসআই।