শেষ আপডেট: 30th July 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সের টেবিল টেনিসের ইতিহাসে প্রথম কোনও ভারতীয় (পুরুষ বা মহিলা) হিসেবে নজির গড়লেন মনিকা বাত্রা। সিঙ্গেলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন তিনি। ফ্রান্সের প্রীতিকা পাভাদকে স্ট্রেট সেটে হারিয়েছেন মনিকা। তাঁর এই জয়ের ফলে আরও একটি বিভাগে পদকের আশা করা শুরু করে দিয়েছে ভারতবাসী।
মনিকা যাঁকে হারিয়েছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত টেবিল টেনিস খেলোয়াড়। এই ম্যাচে টানা ৪-০ ব্যবধানে জিতেছেন মনিকা। খেলার ফল ছিল ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭। এই ম্যাচ জেতার ফলেই প্রথম কোনও ভারতীয় খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন বাত্রা। পরের ম্যাচে তিনি হংকং বা জাপানের খেলোয়াড়ের মুখোমুখি হবেন।
????????????????????????????????: ???????????????????????? ???????????????????? ???????????????????????????? ???????????????????????????? ????
— India_AllSports (@India_AllSports) July 29, 2024
She is through to the Pre-QF, becoming the FIRST EVER Indian paddler (male or female) to achieve this feat! ????
Manika did it in style, BEATING WR 18 Prithika Pavade 4-0. ???????????? #Paris2024… pic.twitter.com/wNGdCPZN3x
এই ম্যাচে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী মনিকাকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রথম দুই সেটে হারার পর কামব্যাক করার মরিয়া প্রচেষ্টা ছিল তাঁর। কিন্তু মনিকা তাঁকে সেইভাবে কোনও সুযোগই দেননি। গোটা ম্যাচ ধরেই আক্রমণাত্মক খেলে যান মনিকা। তার পাল্টা কোনও জবাব ছিল না প্রীতিকার কাছে।
কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে পদক জিতেছেন মনিকা বাত্রা। কিন্তু অলিম্পিক্সে তাঁর পদক জেতা হয়ে ওঠেনি এখনও। কিন্তু এবার বলা যায় সুবর্ণ সুযোগ থাকছে তাঁর কাছে আরও একটি নজির গড়ার। তবে সেই কাজ যে সহজ হবে না এটাও ঠিক। যদিও ভারতবাসীর আশা, টেবিল টেনিস থেকে একটা পদক আসবে এবার।