শেষ আপডেট: 10th June 2024 00:17
দ্য ওয়াল ব্যুরো: রাফায়েল নাদাল পারেননি, কার্লোস আলকারাজ পারলেন। নাদালই গুরু আলকারাজের, তিনিই যেন নতুন নাদাল ফরাসি ওপেনের। এতদিন রোলা গাঁরোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেন নাদাল, তিনি এবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন আলেকজান্ডার জেরেভের কাছে।
সেই জেরেভকে রবিবার ফাইনালে হারিয়ে বদলা নিলেন শিষ্য আলকারাজ। প্রায় পাঁচ ঘণ্টার লড়াইয়ে হারালেন জার্মানির জেরেভকে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২ সেটে। খেলা দারুণ হলেও ২৪ বছরের আলকারাজ দেখালেন তিনিই এবার পুরুষদের টেনিস শাসন করবেন।
দুই তরুণ তারকাই এবার প্রথম ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। প্রথম সেটে জয় পাওয়ার পরে টানা ২ সেট হেরে গিয়েছেন স্প্যানিশ তারকা। তারপর খাদের কিনারে থেকে অসাধারণ কামব্যাক আলকারাজের। সেইসময় আর জেরেভ স্নায়ু ধরে রাখতে পারেননি।
আলকারাজকে চ্যাম্পিয়ন হতে গেলে শেষ দুটি সেট জিততেই হতো, তিনি সেটাই করে দেখালেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এই জেরেভের কাছে হেরেছিলেন, সেই একই প্রতিপক্ষকে হারিয়ে লাল সুড়কির কোর্টে বাজিমাত আলকারাজের।