শেষ আপডেট: 20th June 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ পুড়লেও উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে বৃষ্টিতে। প্রবল বর্ষণে আবারও বন্ধ হয়ে গেল দার্জিলিং-কালিম্পং সড়ক। পেশকের রাস্তার ওপর দিয়ে বইছে তিস্তার জল।
একটানা বৃষ্টির জেরে তিস্তাবাজার এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করল কালিম্পং জেলা প্রশাসন। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ না হলেও সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে চালকদের। বুধবার পাহাড়ের বিভিন্ন জায়গায় রাতভর প্রবল বর্ষণের পর ফের ধস নেমেছে রবিঝোড়া, লিকুভিরের মতো জায়গাগুলিতে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এদিকে পাহাড়ে লাগাতার বৃষ্টিতে তিস্তার পাশাপাশি জল বাড়ছে ফুলহর নদীতেও। ব্যাপক ভাঙন শুরু হয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নদীর অসংরক্ষিত অঞ্চলে। ঘর হারানোর আতঙ্কে রয়েছেন নদীর দক্ষিণ পাশে রশিদপুর, ভাকুরিয়া মীরপাড়া তাঁতি পাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিবছর ফুলহরের ভাঙনে বিপন্ন হয় তাঁদের জীবন। ধীরে ধীরে নদীর গর্ভে চলে যাচ্ছে গ্রাম। সরকার এখনই ব্যবস্থা না নিলে ভিটে হারিয়ে উদ্বাস্তু হতে হবে তাঁদের। ইতিমধ্যে অনেক কৃষকের জমিও নদীর তলায় চলে গিয়েছে বলে জানান তাঁরা।
উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু অবশ্য দায় চাপিয়েছেন রাজ্যের ঘাড়ে।তাঁর দাবি, গঙ্গা এবং ফুলহর নদীর ভাঙনের স্থায়ী সমাধান করতে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু এই ব্যাপারে রাজ্যের কোনও উদ্যোগ নেই।