শেষ আপডেট: 7th October 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: হড়পা বাণে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম। সেই অভিঘাত এসে পড়েছে উত্তরবঙ্গেও। কিন্তু কেন্দ্র যেভাবে সিকিমকে বিপর্যয় মোকাবিলায় সাহায্য করছে, সেভাবে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াচ্ছে না বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।
শনিবার মমতা বলেন, “সাম্প্রতিক বিপর্যয়ের কারণে সিকিএমের মতোই দার্জিলিং ও কালিম্পংয়ের মানুষও বিপন্ন। হড়পা বাণের কারণের পশ্চিমবঙ্গের স্পর্শকাতর এলাকা তথা চিকেন নেক বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে আমিও দিনরাত এক করে কাজ করছি। একাধিক মন্ত্রী ও সিনিয়র আইএএস অফিসারদের সেখানে পাঠানো হয়েছে। এমনকি সেনাবাহিনী ও সিকিম সরকারকে সবরকম ভাবে সাহায্য করার চেষ্টা করছি”।
The recent disaster which has struck our brothers and sisters at Sikkim has struck my people at the Darjeeling hills and in Kalimpong also. The sensitive chicken's neck area of West Bengal has been affected. From the night of the flashflood occurrence, I have been working 24×7…
— Mamata Banerjee (@MamataOfficial) October 7, 2023
দার্জিলিংয়ে ক্ষয়ক্ষতিপূরণের জন্য ইতিমধ্যে ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র এ ব্যাপারে এখনও কোনও উচ্চবাচ্য করেনি। তবে সিকিমের জন্য কেন্দ্র ইতিমধ্যে বরাদ্দ করেছে।
এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন বলেন, দার্জিলিং ও কালিম্পংয়ের মানুষের সঙ্গে কেন্দ্রের বৈষম্যমূলক আচরণ দেখে অবাক হয়ে যাচ্ছি। সেখানেও মানুষ মারা গিয়েছে। বিপর্যয়ের কারণে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাঁর কথায়, “আমরা ভিখিরি নই। কিন্তু বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের থেকে কোনও বৈষম্য প্রত্যাশা করি না। বরং সমান আচরণের আশা রাখি।”
মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিপর্যয়ের প্রশ্নে কোনও বঞ্চনা কেন্দ্র করছে না। সিকিএমের পরিস্থিতি খুবই খারাপ। সেখানে আপৎকালীন ভিত্তিতে সাহায্য পাঠিয়েছে দিল্লি। উত্তরবঙ্গের পরিস্থিতিও কেন্দ্রের সরকার বিবেচনা করছে। দরকার মতো ঠিক সাহায্য করবে মোদী সরকার। তবে বিপর্যয়ের নামে টাকা লুঠ করতে দেবে না।