শেষ আপডেট: 5th October 2023 11:33
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টি ও ধসের জেরে উত্তরবঙ্গের অবস্থা ক্রমশ বিপজ্জনক হচ্ছে। বৃহস্পতিবার সকালে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দার্জিলিংয়ের শ্বেতিঝোরায় পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে স্থানীয় পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি রাজ্য সরকারকেও কটাক্ষ করেন তিনি। ‘পর্যটক’ খোঁচার জবাব দিয়ে রাজ্যপাল বলেন, পর্যটক হিসাবেই তিনি উত্তরবঙ্গের অবস্থা খতিয়ে দেখতে এসেছেন। এদিকে রাজ্যপাল উত্তরবঙ্গে চলে যাওয়ায় পাল্টা তাঁকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও।
বৃহস্পতিবার সকালে শ্বেতিঝোরায় দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “বন্যা পরিস্থিতি ভয়াল রূপ ধারণ করেছেন। উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। রাজ্য সরকার নিশ্চয়ই নজর রাখছে গোটা বিষয়টির উপরে। কোথাও কোথাও ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।” এরপরই রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “আমি তো পর্যটক। আমার রাজ্যের মানুষ ডুবছে। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে চলে এসেছি। একজন পর্যটক হিসাবেই না হয় এলাকা পরিদর্শন করলাম। আমার জুনিয়র অ্যাপয়েন্টিদের মধ্যে কেউ যদি পর্যটক হিসেবে থাকতেন, ভাল হতো!”
এদিকে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে পাল্টা তোপ দেগেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। নৈহাটির তৃণমূল বিধায়ক বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তর দেওয়ার নেই, তাই পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল। বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের রাজভবন অভিযানকে ভয় পেয়েছেন উনি। আর এই কারণেই কখনও দিল্লি, কখনও উত্তরবঙ্গ যাচ্ছেন।” তবে রাজ্যপালের উত্তরবঙ্গ পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, “বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। পাহাড় বিপর্যস্ত। এই অবস্থায় রাজ্যপাল নিজের কর্তব্য পালন করছেন। উনি ভীষণই অনুভূতিশীল মানুষ।”