ওয়ালকে সাক্ষাৎকার দিচ্ছেন কল্যাণ।
শেষ আপডেট: 19th June 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে জোচ্চুরির শিকার ভারতীয় ফুটবল। কোরিয়ার রেফারি পরিষ্কার অন্যায্য গোল উপহার দিয়েছেন কাতারকে, যে কারণে ভারত লড়াই থেকেই ছিটকে গিয়েছে। ওই ম্যাচে সুনীলহীন ভারত জিতে গেলে ভারত পরের রাউন্ডে যেতে পারত।
কাতারের মাঠে দেখা যায় রেফারি বাইরে চলে যাওয়া একটি বলকে বৈধ সঙ্কেত দিলে তা থেকে গোল করেন বিপক্ষ তারকা। সেইসময় ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু ছাড়াও বাকিরাও প্রতিবাদ জানান। মাঠে নেমে যান কোচ থেকে শুরু করে দলের রিজার্ভ ফুটবলাররাও। তারপরেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি রেফারি।
কেন বিশ্বকাপের বাছাই পর্বে ভার প্রযুক্তি নেই, সেই নিয়েও সমানে কথা হচ্ছে। ভার প্রযুক্তি থাকলে ওই গোল পরিষ্কার বাতিল হয়। রেফারির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সভাপতি কল্যাণ চৌবে এএফসি ছাড়াও বিষয়টি নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছে। তিনি বলেছেন, এই নিয়ে শেষপর্যন্ত যাবেন।
তারমধ্যেই ‘দ্য ওয়াল’কে একান্ত সাক্ষাৎকারে কল্যাণ জানিয়ে দিয়েছেন, ভারতেই সামনের মরশুমে আইএসএল থেকে শুরু করে আই লিগ, ডুরান্ড কাপ সর্বত্রই ভার প্রযুক্তি (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) ব্যবহার করা হতে পারে। এই বিশেষ প্রযুক্তিতে অত্যাধুনিক ছয়টি ক্যামেরা ব্যবহার করতে হয়, তারজন্য অনেক অর্থের প্রয়োজন।
ফেডারেশন সভাপতি ইঙ্গিত দিয়েছেন, ওই অর্থের ব্যবস্থা করেই সম্ভাব্যভাবে ওই প্রযুক্তি আনা হবে। কারণ বহুদিন ধরেই ভারতীয় ফুটবলে হতশ্রী ও উদ্দেশ্যপ্রণোদিত রেফারিং নিয়ে অভিযোগ ওঠে। সেই নিয়ে বড় ক্লাবগুলি বারবার অভিযোগ জানায়। সেই বিতর্কের নিরসন ঘটাতেই ফেডারেশন এই বিষয়ে উদ্যোগী হয়ে উঠেছে। ওই প্রযুক্তি ব্যবহার করা হলে ভিডিওর মাধ্যমে রেফারি নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবেন।
ফেডারেশন ওই ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে তদন্তের দাবিও তুলেছে। এমনকী ক্ষতিপূরণও চেয়েছে। কর্তাদের মনে হয়েছে, রেফারি কাতার ম্যাচে ‘বিক্রি’ হয়ে গিয়েছিলেন।