শেষ আপডেট: 28th August 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো: রেফারিং বিতর্কের মাঝে আশার আলো। গোললাইন টেকনোলোজি আনছে আইএফএ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অত্যাধুনিক টেকনোলজি তৈরি হবে বলে জানানো হয়েছে। নাম দেওয়া হয়েছে অ্যাডভান্স রেফারিং টেকনোলজি বা আর্ট (ART)।
এখনও অবধি যা খবর, সিএফএল-এর সুপার সিক্স থেকে এই গোললাইন টেকনোলজি আনছে আইএফএ। আপাতত পরীক্ষামূলক ভাবে এর ব্যবহার হবে। সফল হলে তবেই পরবর্তীতে এই পোর্টেবল ইনসট্রুমেন্ট ব্যবহার হবে।
প্রসঙ্গত, ভারতীয় ফুটবলে অনেকটা ‘ভিএআর’-র মতো অ্যাডিশনাল ভিডিয়ো রিভিউ সিস্টেম বা ‘এভিআরএস’ প্রযুক্তি ব্যবহারের কথা আগেই ভেবেছিল এআইএফএফ। ফেডারেশন সভাপতি বলেছিলেন, ‘‘আমাদের লক্ষ্য ম্যাচে রেফারিদের ভুলের পরিমাণ কমানো। রেফারিরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য পেলে, তা সম্ভব হবে।