শেষ আপডেট: 11th December 2023 15:56
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ সফরে বন্ধ চা বাগান নিয়ে বারবার সরব হতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সোমবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার।
উল্লেখ্য, জলপাইগুড়িতে রায়পুর, রিয়াবাড়ি, ধরণীপুর, সুরেন্দ্রনগর, রেডব্যাঙ্ক চা বাগান দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে। চা বাগান বন্ধ থাকায় কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। রুটিরুজির সংস্থান করতে কাঠখড় পোড়াতে হচ্ছে তাঁদের। এইসব শ্রমিকদের মুখে ফের হাসি ফোটানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বন্ধ হয়ে থাকা ছ'টি চা বাগান সরকার নিয়ে নেবে। এছাড়াও বন্ধ চা বাগান শ্রমিকদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে।'
এদিনও চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। মোট ৬ হাজার পাট্টা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শুধু পাট্টা নয়, সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। মমতা বলেন, 'আমি চাই না কেউ উদ্বাস্তু থাকুক।'
জমির পাট্টা দেওয়ার পাশাপাশি আরও অনেক সরকারি পরিষেবা এদিনের অনুষ্ঠান থেকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 'অনেকেই আমাকে বলেছে জলপাইগুড়ি-বানারহাট এলাকায় একটা দমকল কেন্দ্র তৈরি করার জন্য। আমি মুখ্যসচিবকে বলব ওইখানে একটা দমকল কেন্দ্র করে দেওয়ার জন্য।' এছাড়াও বানারহাটে একটি ৩০ বেডের ব্লক হাসপাতাল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকেও বন্ধ চা বাগান খোলা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন মমতা। তিনি বলেন, 'আগেরবার ভোটের আগে ওরা (বিজেপি) বলেছিল ৫টি বন্ধ চা বাগান খুলে দেবে। এখন কোথায় গেল? আমি যা কথা দিয়েছিলাম সব রেখেছি।' রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে বন্ধ চা বাগান অধিগ্রহণ করে মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।