শেষ আপডেট: 9th March 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: 'চা বাগান পরিবারের মানুষকে এই চা-ওয়ালার প্রণাম।' শনিবার শিলিগুড়ির কাওয়াখালির মাঠে এই সম্বোধন করেই জনসভা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারি অনুষ্ঠানের উত্তরবঙ্গে গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার কী কী উন্নতি করেছে তার খতিয়ান তুলে ধরেন মোদী। প্রাকৃতিক সৌন্দর্য ও চায়ের জন্য বাংলা তথা উত্তরবঙ্গ বিখ্যাত, বলেন মোদী। স্বাধীনতার পর থেকে পূর্ব ভারতের জন্য কোনও কাজ হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। আমাদের তৃতীয় সরকার উত্তরবঙ্গের ট্রেন সফরকে আরও গতিশীল করে তোলা হবে, অনুষ্ঠান থেকে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। অন্যবারের মতো এবারেও বলেন, কথা এখানেই শেষ হয়নি, এরপরে আমি অন্য জায়গায় যাব। সেখান থেকে মন খুলে কথা বলব।
এদিন শিলিগুড়ি থেকে রাজ্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি এই সভায় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন। তার মধ্যে রয়েছে, একলাখি-বালুরঘাট রেল প্রকল্প, শিলিগুড়ি-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেনের সূচনা, শিলিগুড়ি জংশন-আলুয়াবাড়ি রেল প্রকল্প, বারসই-রাধিকাপুর রেল ইত্যাদি। মঞ্চে মোদীর পাশেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, জাহাজ প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ রাজু বিস্ত।
উল্লেখ্য, মার্চের প্রথম ৯ দিনের মধ্যে এদিন নিয়ে টানা চারবার বঙ্গসফর করলেন প্রধানমন্ত্রী। আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতের পর শনিবার শিলিগুড়িতেও তৃণমূল কংগ্রেসকে এফোঁড়-ওফোঁড় করলেন নিজস্ব বাচনভঙ্গিতে। মোদীর সফর ঘিরে গোটা উত্তরবঙ্গ এদিন ছিল উচ্ছ্বসিত। মোদীর সভামাঠে গরম উপেক্ষা জমায়েতও ছিল চোখে পড়ার মতো।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই খোদ মোদীর বঙ্গ-অভিযানে চাঙ্গা রাজ্য বিজেপি নেতৃত্বও। বিশেষত সন্দেশখালির 'রাজনৈতিক জয়' নিয়ে মোদীর মুখে প্রশংসা শোনা ইস্তক সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারী বাহিনী উজ্জীবিত হয়ে আছে। ইতিমধ্যে বর্ষীয়ান তৃণমূল নেতা তাপস রায় ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে পেয়ে আরও উৎসাহিত হয়ে পড়েছে রাজ্য নেতৃত্ব। যদিও গেরুয়া শিবিরেও রক্তক্ষরণ ঘটিয়েছে তৃণমূল। সেই দিক দিয়ে মোদীর এদিনের শিলিগুড়ির সভা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।