শেষ আপডেট: 10th December 2023 14:32
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে চা বাগানের শ্রমিকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে আদিবাসীদের শংসাপত্র প্রদান, মাসিক ভাতা সহ একগুচ্ছ ঘোষণা। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে পাট্টা তুলে দিয়েছেন। শুধু পাট্টা নয়, সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য প্রত্যেককে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে মমতা বলেন, 'আরও ১৩ হাজার শ্রমিককে পাট্টা ও বাড়ি তৈরির টাকা দেওয়া হবে।' পাশাপাশি বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্যও মাসিক ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয়ে ওই শ্রমিকদের পরিবারকে। মমতা বলেন, 'আমরা কথা দিয়ে কথা রাখি। বিজেপি বন্ধ চা বাগান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনও তালা বন্ধ। বিজেপি কথা রাখেনি।'
এদিনের অনুষ্ঠান থেকেই কৃষকদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার থেকে মমতা বলেন, 'বৃষ্টির জন্য অনেক কৃষকের শস্য নষ্ট হয়েছে। প্রত্যেকে বছর রাজ্যের কৃষকদের সহায়তার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। বছরে দুই দফায় এই টাকা দেওয়া হয়ে থাকে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে কৃষকদের একাউন্টে ৫ হাজার টাকা করে ঢুকে যাবে। কৃষকদের যাঁদের শস্য বিমা করা আছে, তাঁরা টাকা পাবেন।'
আলিপুরদুয়ারের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ইতিমধ্যেই ৪৩ হাজার মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ১ লাখ ২০ হাজার মানুষ যাতে সেই সুবিধা পান, তা দেখা হবে। কাউকে আর পানীয় জলের কষ্ট করতে হবে না।'
আদিবাসীদের জন্য শংসাপত্র দেওয়ার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ভুয়ো শংসাপত্র নিয়েও সরব হন তিনি। তাঁর কথায়, 'অনেক আদিবাসীর কাছেই শংসাপত্র নেই। তাই সরকারি সুবিধাও পাচ্ছেন না। তবে পরিবারের কারও যদি একজনের শংসাপত্র থাকে, তবে দুয়ারে সরকার ক্যাম্পে আসুন। সব সুবিধা পাবেন।'
তারপরই মুখ্যমন্ত্রী বলেন, 'আদিবাসীদের নাম করে অনেকে শংসাপত্র বানিয়ে নিচ্ছে। এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার।' পাহাড়ে আইটি হাব ও কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন মমতা।