শেষ আপডেট: 10th October 2023 16:59
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: নৃশংসভাবে খুন হলেন ইসলামপুরের ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে নিজের বিছানাতেই মেলে তাঁর গলাকাটা দেহ। ওই ব্যবসায়ীর নাম অভিজিৎ তরফদার (৩৮)। চা বাগান রয়েছে তাঁর। দিনের শুরুতে এমন ঘটনা জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে ইসলামপুরের নেতাজিপল্লীতে।
দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন অভিজিতের মা প্রতিমা তরফদারও। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিমাদেবীর সন্দেহ, এই গোটা ঘটনার পিছনে আছে তাঁর বৌমা দীপ্তি। কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে মৃত ব্যবসায়ীর স্ত্রী দীপ্তি রায় তরফদারকে আটক করেছে পুলিশ। খুনের মোটিভ বুঝতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দীপ্তির দুই বান্ধবীকেও। পুলিশের অনুমান, তৃতীয় সম্পর্কের যোগসুত্র রয়েছে এই খুনে। তদন্তকারী পুলিশ কর্তারা ইতিমধ্যেই দীপ্তির এক বন্ধুকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যদিও পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ভোররাতে ওই ব্যবসায়ীর স্ত্রীর চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। তারা শোনেন দীপ্তি চোর চোর বলে চিৎকার করছেন। তাঁরা উপরে গিয়ে দেখেন নিজের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অভিজিতের দেহ। গলায় ধারালো অস্ত্রের কোপ। পাশের ঘরে ব্যবসায়ীর মা থাকতেন। তাঁকেও রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন আশেপাশের মানুষ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিজিতবাবুর বাড়িতে ঢুকতে গেলে দুটো বড় বড় দরজা খুলতে হয়। এই দরজাগুলো ভেতর থেকে তালা মারা থেকে। সেই দরজা খুলল কে? এটা পুলিশকে ভাবাচ্ছে। চোর চুরি করতে এসে কিছু অলঙ্কার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে কেন ওই বাড়ি থেকে শুধুমাত্র দুটো মোবাইল ফোন চুরি করল, আপাতত তারও কোনও উত্তর নেই পুলিশের কাছে। কেন অভিজিৎবাবুর স্ত্রী চোর চোর বলে চিৎকার করলেন, সেটাও ভাবাচ্ছে পুলিশকে। পুরো ঘটনাটাই খতিয়ে দেখছে পুলিশ। দীপ্তিকে জেরা করলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন পুলিশ কর্তারা।